Breaking

Sunday 19 August 2018

সাধারণ জ্ঞান pdf || Bengali General Knowledge PDF File For WBCS/RAIL And All Competitive Exam || Gk In Bengali PDF File




Hello Friends,

 ■ আজ আপনাদের জন্য থাকলো  সাধারণ জ্ঞান/General Knowledge থেকে গুরুত্বপূর্ণ 50 টি প্রশ্নোত্তর।যেটা আপনাকে বিভিন্ন COMPETITIVE EXAM [RAIL,WBCS]-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

             আপনারা এই পেজের নিচের দিকে এই প্রশ্নোত্তর গুলির PDF DAWNLOAD LINK পেয়ে যাবেন,যেটা আপনি ডাউনলোড করে নিলে,পরবর্তীকালে সেটা অফলাইনেও পড়তে পারবেন।
আপনি জানতেন কি?
ধূমপানের কারণে যতো মানুষ মারা যায় ঠিক ততো মানুষই অলসতা এবং পরিশ্রমবিহীন জীবনের জন্যও মারা যান।

পিডিএফ ফাইলটি ডাউনলোড করার আগে পিডিএফ ফাইলের কিছু নমুনা দেখে নিন👇

1. “চ্যালেঞ্জার খাত ” কোথায় অবস্থিত?
→ প্রশান্ত মহাসাগরে ।

2. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
→ মেঘালয়।

3. বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে?
→ 204 টি ।

4. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?
→ মার্কিন যুক্তরাষ্ট্রে ।

5. Solar System এর আবিষ্কারক কে?
→ কোপার্নিকাস ।

6. “কচ্ছ ” শব্দের অর্থ কী?
→ জলাময় দেশ।

8. ভারতবর্ষে মোট কটি দ্বীপ আছে?
→ 247 টি ।

9. “রামসার ” চুক্তি কত সালে কার্যকর হয়?
→ 1975।

10. বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি ?
→ ভ্যাটিকান সিটি ।

11. কোন শহরকে “নীরব শহর” বলা হয় ?
→ রোম ।

12. গঙ্গা , যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে ?
→ এলাহাবাদ ।

13. ‘ আমন ব্রিজ ‘ কোন দুটি দেশকে যুক্ত করেছে ?
→ ভারত – পাকিস্তান ।

14 পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয় ?
→ বিহার – উত্তরপ্রদেশ ।

15. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি ?
→ সেকস্ট্যান্ট যন্ত্র ।

16. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
→ মাউন্ট ব্ল্যান্ক ।

17. ওড়িশা রাজ্যের State Animal কোনটি ?
→ সম্বর হরিণ ।

18. অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত?
→ পুরুলিয়া, পশ্চিমবঙ্গ।

19. “Sky River ” নামে কোন নদী পরিচিত?
→ ব্রহ্মপুত্র।

20 কার্বন মুক্ত দেশ কোনটি?
→ ভুটান।

☝️ ওপরের প্রশ্নোত্তরগুলিসহ সম্পূর্ণ PDF টি ডাউনলোড করার জন্য নিচের দেওয়া Link-এ Click করুন👇

PDF File Details-
File Name- সাধারণ জ্ঞান
Format- pdf
Size- 0.7 mb


No comments:

Post a Comment