Breaking

Monday 20 August 2018

সমার্থক শব্দ pdf | Bengali Synonym PDF File | 85 টি গুরুত্বপূর্ণ সমার্থক শব্দের pdf file | বাংলা ব্যাকরণ pdf


Hello Friends,
             
               আপনারা হয়তো সকলেই জানেন যে, বিভিন্ন Competitive Exam (যেমন - Primary TET,Rail,SSC) পরীক্ষাগুলোতে বাংলা ব্যাকরণ অর্থাৎ সমার্থক শব্দ থেকে নানারকম প্রশ্ন এসে থাকে।আর আপনারা যাতে সেগুলির সাথে খুব সহজেই মোকাবিলা করতে পারেন তার জন্যই আপনাদের সাথে শেয়ার করবো-85টি গুরুত্বপূর্ণ সমার্থক শব্দের PDF File.

আপনারা এই পেজের নিচে PDF ফাইলের ডাউনলোড লিংক পেয়ে যাবেন।

আপনি জানতেন কি?
পিঁপড়েরা কখনো ঘুমায় না।

আমরা প্রথমে জানবো,সমার্থক শব্দ কাকে বলে?

সমার্থক শব্দ-
                     যে সকল শব্দ একই অর্থ প্রকাশ করে, তাদের সমার্থক শব্দ বলে।

আপনারা PDF File টি ডাউনলোড করার আগে কিছু নমুনা দেখে নিন👇

85 টি সমার্থক শব্দের পিডিএফ ফাইল [Bengali Synonym PDF File] –

পর্বত → পাহাড়, অচল, অদ্রি, গিরি, ভূধর, শৈল, অটল, চূড়া, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র ।

ঐশ্বর্য →  বিত্ত, বৈভব, সিদ্ধি, বিভূতি, মহিমা, বসিত্ব, ঈশিত্ব, ধন-সম্পত্তি।

কিরণ →  আলো, আলোক, রশ্মি, প্রভা, দীপ্তি, কর, অংশু, বিভা, ময়ূখ।

সোনা → স্বর্ণ, কনক, কাঞ্চন, সুবর্ণ, হেম, হিরণ্য, হিরণ।

পাখি → পক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, পতত্রী, খগ, অণ্ডজ, শকুন্ত, দ্বিজ।

আকাশ → গগন, অম্বর, নভঃ, ব্যোম, ঊর্ধ্বলোক, মেঘমণ্ডল, আসমান, নভোমণ্ডল, খগ, অন্তরীক্ষ।

ঈশ্বর → সৃষ্টিকর্তা, ভগবান, বিধাতা, বিষ্ণু, আল্লাহ, খোদা, বিশ্বপতি, পরমাত্মা, জগদীশ্বর, আদিনাথ।

কপাল →  ললাট, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, ভাল, অলিক।

কন্যা →  মেয়ে, দুহিতা, আত্মজা, তনয়া, নন্দিনী, দুলালী।

অন্ধকার → আঁধার, তমসা, তিমির, তমঃ, তমিস্রা, আন্ধার, তমস্র।

খড়গ →  অসি, তরবারি, তলোয়ার, কৃপাণ।

গঙ্গা →  ভাগীরথী, সুরধ্বনী, জাহ্নবী, জহ্নকন্যা।

গরু →  গাভী, গো, ধেনু, পয়স্বিনী, গোরু।

ঘোড়া →  অশ্ব, ঘোটক, তুরঙ্গ, 
বাজী, তুরগ, তুরঙ্গম, হয়।

চঞ্চল →  চপল, ব্যাকুল, অস্থির, বিচলিত, ছটফটে।

ছবি →  দীপ্তি, আলেখ্য, কান্তি, শোভা, প্রতিমূর্তি।

নিচের দেওয়া লিংকে ক্লিক করে সম্পূর্ণ PDF File টি ডাউনলোড করে নিন👇

PDF File Details-
File Name- সমার্থক শব্দ
Type- PDF
Size-511 KB
Drive- Google
Click Here To Download The PDF File

এই ধরণের স্টাডি মেটিরিয়ালস পাওয়ার জন্য প্রতিদিন আমাদের সাইটে ভিজিট করুন

No comments:

Post a Comment