Breaking

Monday 6 August 2018

ইতিহাস - প্রশ্ন-উত্তর PDF File [S.A. Q. TYPE] || ইতিহাস থেকে গুরুত্বপূর্ন কিছু প্রশ্নোত্তরের pdf file || History PDF File || ভারতের ইতিহাস PDF File || Bangla Pdf File On History | For Rail,Ssc,wbcs,Bank etc. exam]




          ■ আজ আপনাদের জন্য থাকলো ইতিহাস থেকে 30 টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। যেটা আপনাকে বিভিন্ন COMPETITIVE EXAM [Rail,ssc,bank,wbcs,police]-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

             আপনারা এই পেজের নিচের দিকে এই প্রশ্নোত্তর গুলির PDF DOWNLOAD LINK পেয়ে যাবেন,যেটা আপনি ডাউনলোড করে নিলে,পরবর্তীকালে সেটা অফলাইনেও পড়তে পারবেন।

তাই চলুন সময় নষ্ট না করে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক-

1. ইতিহাসের মূল ভিত্তি কি?
― ভৌগোলিক পরিবেশ।

2. সিন্ধু উপত্যকায় কোন ধাতুর প্রচলন ছিলনা?
― লোহা।

3. আর্যদের প্রধান জীবিকা কি ছিল?
― কৃষি ও পশুপালন।

4. জৈনদের একজন প্রধান প্রচারকের নাম কর।
― বর্ধমান মহাবীর।

5. সমুদ্রগুপ্তের মাতার নাম কি?
― কুমারদেবী।

6. বুদ্ধচরিত-এর রচয়িতা কে?
― কবি অশ্বঘোষ।

7. একমাত্র নারী যিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন,তিনি কে?
― রাজিয়া।

8. খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
― আলাউদ্দিন খলজি।

9. 'দানসাগর'- গ্রন্থটির রচয়িতা কে?
― বল্লাল সেন।

10. লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি কে ছিলেন?

― কবি জয়দেব।

11. 'কৌলিন্য প্রথা'- কে প্রবর্তন করেন?
― বল্লাল সেন।

12. বাংলার পাল বংশের প্রথম রাজা কে?
―গোপাল।

13. কে ফার্সী ভাষায় 'রামায়ণ' অনুবাদ করেন?
―বাদায়ূনী।

14. বাংলার প্রথম স্বাধীন নবাব কে?

― মুর্শিদকুলি খাঁ।

15. কত খ্রিস্টাব্দে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা হয়?
― ১৬৯০ খ্রিস্টাব্দে।

16. হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
― আকবর ও রাণা প্রতাপ সিংহের মধ্যে।

17. হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন?
― মানসিংহ।

18. কত খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয়?
―১৬০৫ খ্রিস্টাব্দে।

19. জাহাঙ্গীরের পূর্ব নাম কি?
― সেলিম।

20. শাহজাহানের পূর্ব নাম কি?
―খুররম।

21. 'আকবরনামা'-গ্রন্থের রচয়িতা কে?
― আবুল ফজল।

22. বাবরের প্রকৃত নাম কি?
― জহিরউদ্দিন মহম্মদ।

23. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?

― খিজির খাঁ সৈয়দ।

24. বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে?
― শশাঙ্ক।

25. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
― কর্ণসুবর্ণ।

26. ভারতের এ্যাটিলা কে?
― মিহীরগুল।

27. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?
― সিমুক।

28. গুপ্ত বংশ কে প্রতিষ্ঠা করে?
―শ্রীগুপ্ত।

29. কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়?
― সম্রাট সমুদ্রগুপ্ত কে।

30. ধননন্দ কে?
― নন্দ বংশের শেষ রাজা।

নিচের লিংকে ক্লিক করে (History PDF File) PDF FILE টি ডাউনলোড করে নিন⬇️

File Details- 
File Name -ইতিহাস (History)
Type -pdf
Size - 0.1 MB
 Drive - Google
Dawnload Link-
● আমাদের উৎসাহ দিতে পোস্টগুলি শেয়ার করবেন এবং যদি এর পার্ট-২ পেতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ●

● এই ধরণের আরো স্টাডি মেটিরিয়ালস পাওয়ার জন্য প্রতিদিন আমাদের সাইটে ভিসিট করুন ●

No comments:

Post a Comment