Breaking

Monday 27 August 2018

সাধারণ জ্ঞান pdf / General Knowledge pdf In Bengali / For All Competitive Exam Like Wbcs|Rail Exam / Bangla GK / শিক্ষণ মন্দির

Hello Friends,

 ■ আজ আপনাদের জন্য থাকলো  সাধারণ জ্ঞান/General Knowledge থেকে গুরুত্বপূর্ণ 200 টি প্রশ্নোত্তর।যেটা আপনাকে বিভিন্ন COMPETITIVE EXAM [RAIL,WBCS]-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

             আপনারা এই পেজের নিচের দিকে এই প্রশ্নোত্তর গুলির PDF DAWNLOAD LINK পেয়ে যাবেন,যেটা আপনি ডাউনলোড করে নিলে,পরবর্তীকালে সেটা অফলাইনেও পড়তে পারবেন।
আপনি জানতেন কি?
ডলফিন একই সময়ে ঘুমাতে আর সাঁতার কাটতে পারে।

পিডিএফ ফাইলটি ডাউনলোড করার আগে পিডিএফ ফাইলের কিছু নমুনা দেখে নিন👇


1. মন (MON) জেলা কোথায় ?
~ নাগাল্যান্ডে। 

2. রক্তচাপ মাপক যন্ত্রের নাম
কী ?
~ স্ফিগমোম্যানোমিটার।

3. Long Walk to Freedom কার
লেখা ?
~ নেলসন ম্যান্ডেলা।

4. FERA পুরো কথা কী ?
~ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন
অ্যাক্ট।

5. হরপ্পা লিপিতে মোট কটি
চিহ্ন আছে ?
~ ৮৫৫ টি।

6. ভারতে প্রযোজিত প্রথম রঙিন
চলচ্চিত্র কোনটি ?
~ কিষাণ কন্যা।

7. আধুনিক ভারতের প্রবক্তা
কাকে বলা হয় ?
~ রাজা রামমোহন রায়।

8. Relationship Beyond Banking- কাদের
কথা ?
~ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।

9. Bacterial Blight রোগটি
সাধারণভাবে কোন ফসলে দেখা
যায় ?
~ ধানে।

10. ভিটামিন সি এর
বৈজ্ঞানিক নাম কী ?
Ascorbic Acid

11. ভারতের প্রথম পেপার মিল
কোথায় স্থাপিত হয় ?
~ শ্রীরামপুরে।গঙ্গাধর তিলক।

12. Granary of India কাকে বলা হয় ?
~ পঞ্জাবকে।

13: কার রাজত্বকালে ভারতে
আসেন মেগাস্থিনিস?
~ চন্দ্রগুপ্ত মৌর্য।

14. রণ কাকে বলা হয়?
~ গুজরাতের অগভীর জলাভূমিকে।

16. পানিপথের প্রথম যুদ্ধ কাদের
মধ্যে হয়?
~ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে।

17 কমলালেবুর শহর বলে কোন
জায়গা পরিচিত?
~ নাগপুর।

18. প্রথম প্রতিশ্রুতি কার লেখা?
~ আশাপূর্ণা দেবী।

19. অকপট চন্দ্র ভাস্কর কার ছদ্মনাম ?
~ রবীন্দ্রনাথ ঠাকুর।

20. লোহরি কী ?
~ পঞ্জাবি লোক উৎসব।

21. রামচরিত কার রচনা ?
~ সন্ধ্যাকর নন্দী।

22. ছত্তিশগড় রাজ্য কত সালে
তৈরি হয় ?
~ ২০০০।

 23. সবথেকে দীর্ঘ তটরেখা কোন
দেশের ?
~ ক্যানাডা।


নিচের দেওয়া ডাউনলোড বাটামে ক্লিক করে উপরের প্রশ্নগুলিসহ সম্পূর্ণ (GK PDF File) PDF FILE টি ডাউনলোড করে নিন⬇️

File Details- 
File Name -General Knowledge
Type -pdf
Size - 0.6 MB
 Drive - Google
Dawnload Link-
Click Here To Download The PDF File

● এই ধরণের আরো স্টাডি মেটিরিয়ালস পাওয়ার জন্য প্রতিদিন আমাদের সাইটে ভিসিট করুন ●


No comments:

Post a Comment