Hello Friends,
প্রাইমারী টেট[Primary Tet] পরীক্ষা ও অন্যান্য প্রতিযোগিতামূলক[Competitive Exam] পরীক্ষায় পরিবেশ বিদ্যা/পরিবেশ বিজ্ঞান[Environmental Studies] থেকে অনেক প্রশ্ন এসে থাকে,আর সেই প্রশ্নগুলির সাথে যাতে আপনি সহজেই মোকাবিলা করতে পারেন,সেই জন্যই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি Environmental Studies PDF File.
আপনি জানেন কি?
১১১,১১১,১১১ X ১১১,১১১,১১১ = ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১
১১১,১১১,১১১ X ১১১,১১১,১১১ = ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১
পিডিএফ ফাইলটি ডাউনলোড করার আগে কিছু নমুনা দেখে নিন-👇
1.সূর্যের কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
~ ভিটামিন ‘ডি’।
2. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
~ ইউরিয়া।
3. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
~ হাইড্রোজেন।
4. সুষম খাদ্যের উপাদান কয়টি?
~ ৬টি।
5. পেনিসিলিন আবিষ্কার করেন কে?
~ আলেকজান্ডার ফ্লেমিং।
6.অবনী অর্থ কি?
~ পৃথিবী।
7.‘বসন্তের কোকিল’ বলতে কি বুঝায়?
~ সু-সময়ের বন্ধু।
8. বৃষ্টি না হলে পাটের মধ্যে কোন পোকার আক্রমন বেশি হয়?
~ বিছা পোকা।
9. তাজমহলের ক্ষতিকারক দূষণ পদার্থটি ্কি?
~ সালফার ডাই অক্সাইড ।
10. জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম কি?
~ স্ট্রিকনিন ।
11. জলে ভাসমান আণুবিক্ষনিক জীবদের কি বলা হয়?
~ প্ল্যাংটন।
12. যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাতার কেটে বেড়ায় তাদের কি বলে?
~ নেকটন।
13. ভারতের দুটো বিলুপ্ত প্রাণীর নাম বল?
~ গোলাপী মাথা হাস ও পাহাড়ি বটের।
14. খাদ্য পিরামিড কয় প্রকার?
~ তিনপ্রকার।
15. "ইতাই-ইতাই" - রোগ কোন ধাতুর কারনে হয়?
~ ক্যাডমিয়াম।
16. কালো ফুসফুস রোগ কাদের হয় ?:
~কয়লা কারখানার শ্রমিকদের ।
17. জৈব গ্রীন হাউস গ্যাস কোনটি ?:
~ মিথেন।
18. ভূ- তাপমাত্রা বৃদ্ধির কারন কি ?
~ গ্রীন হাউস গ্যাস ।
19. তৈগা কি ?
~ পাইন গাছের বনভূমি ।
20.পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায় হয়?
~ স্টকহোমে।
21. UNESCO পুরো নাম কি ?
~ United Nations Educational, Scientific and Cultural Organization
22. IUCN এর পুরো নাম কি ?
~ International Union for Conservation of Nature.
23. তামাক বিরোধী দিবস কবে?
~ 31 MAY ।
24. বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ কত ?
~ 0.00006%।
25. সর্বশেষ স্বাধীন দেশ কোনটি?
~ দক্ষিন সুদান।
PDF File Details-
File Name- পরিবেশ বিজ্ঞান/ Environmental Science
Type- pdf
Size-0.7 mb
Click Here To Dawnload The PDF File
এই ধরণের স্টাডি মেটিরিয়ালস পাওয়ার জন্য প্রতিদিন আমাদের সাইটে ভিজিট করুন
Thanks
ReplyDelete