Breaking

Friday 15 February 2019

116 ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর - Indian Constitution Question Answer PDF in Bengali

116টি ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর - Indian Costitution Question Answers PDF in Bengali for Competitive Exams 

ভারতীয় সংবিধান প্রশ্ন ও উত্তর - Indian Costitution Question Answers PDF in Bengali

Hello Friends,
                     আপনারা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন যে,প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা অন্যতম টপিক হলো "সংবিধান",আর তাই আজ আমরা আপনাদের সাথে শেয়ার করবো,১১৬টি ভারতীয় সংবিধান সংকান্ত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের পিডিএফ/ Indian Constitution Question Answers PDF in Bengali .
 
                   যেটা আপনাকে WBCS, CTET, RAIL, UPSC, CGL, MTS, BANK, POLICE, PSC ইত্যাদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে।

কিছু নমুনা প্রশ্ন :

১. ভারতবর্ষের সংবিধান গৃহিত হয়েছিল ?
উত্তর : গণপরিষদের মাধ্যমে 

২. কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায় ?
উত্তর : স্বরাজ পার্টি 

৩. কত সালে গণপরিষদের প্রথম সভা আয়োজিত হয়েছিল ?
উত্তর : ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর 

৪. কে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ?
উত্তর : বি.আর. আম্বেদকর 

৫. কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল ?
উত্তর : ১৯৪৮ সালে 

৬. গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম কার্যনির্বাহী সভাপতি পদের জন্য প্রস্তাব করেন ?
উত্তর : জে. বি. কৃপালিনী 

৭. কত নং ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে ?
উত্তর : ৩৬৮ নং ধারায় 

৮. সর্বপ্রথম লোকসভা নির্বাচন হয় ?
উত্তর : ১৯৫২ সালে 

৯. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তর : লর্ড ক্যানিং 

১০. ভারতের জাতীয় সংগীত কে রচনা করেন ?
উত্তর : বঙ্কিমচন্দ্র 

নিচের দেওয়া লিঙ্কে থেকে আপনারা PDF ফাইলটি ডাউনলোড করে নিন,ওতে আপনারা সব প্রশ্নগুলি উত্তরসহ পেয়ে যাবেন -


File Details- 
File Name - 116 Indian Constitution
Type -pdf
Size - 3 MB
Click Here To Download

2 comments: