Breaking

Monday 4 June 2018

D.El.Ed Suggestions On Bengali Subject | ডি.এল.এড. পরীক্ষার সাজেশন বাংলা বিষয়ের উপর | PDF File

হ্যালো বন্ধুরা,আপনারা নিশ্চয়ই D.El.Ed 1st year এর পরীক্ষা দেবেন.কিন্তু কি পড়বেন ,কোনটা মুখস্থ করবেন কিছুই বুঝতে পারছেন না বা ভেবে পাচ্ছেন না।

         তাই আর Tension করে লাভ নেই।আপনাদের জন্য বাংলা বিষয়ের উপর কিছু সাজেশন নিয়ে এসেছি,যা আপনাদের এই পরীক্ষাতে ভীষণ ভাবে সাহায্য করবে ।



         ইংরেজি  বিষয়ের উপর সাজেশন অনেক আগেই দেওয়া হয় গেছে,তাই আপনার যদি ওটা এখনো পর্যন্ত না দেখে থাকেন,তাহলে আমাদের Homepage এ গিয়ে দেখে নিন।আর বাকি বিষয় গুলো উপর সাজেশন খুব শীঘ্রই দেওয়া হবে।তাই চলুন আর বেশি দেরি না করে দেখে এই বারের পরীক্ষার কিছু সাজেশন।


তবে এই প্রশ্ন গুলোই যে পরীক্ষায় আসবে,তা কিন্তু নয়।এই গুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন,তাই দেওয়া হয়েছে।

এই সাজেশন প্রশ্নের PDF ফাইল আপনারা আমাদের এই Page এর নীচে পেয়ে যাবেন।

                       _____________

D.EL.ED সাজেশন-

                             -বাংলা-


For 2 marks:-

1. সৃজনধর্মী ভূমিকার বৈশিষ্ঠ্য কী?

2. মাতৃভাষা কাকে বলে?

3. অনুবন্ধ প্রণালী কাকে বলে?

4.ভালো হাতের লেখার দুটি বৈশিষ্ট্য লেখো?

5.আরোহী পদ্ধতি কি?

6.ব্যাকরণ শেখার ক্ষেত্রে কোন পদ্ধতি শ্রেষ্ঠ এবং কেন?

7.চর্বনা পাঠ কাকে বলে?

8.আনবিক শিক্ষনের দুটি দুটি বৈশিষ্ট্য লিখুন?

9.তৎসম শব্দ কাকে বলে ?উদাহরণ দাও।

10.ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশের মূল উপাদান কয়টি?

11.ভালো পাঠকের দুটি বৈশিষ্ট্য লেখো?


For 7 marks:-

1.মাতৃভাষা শিক্ষার প্রয়োজনীতা গুলি লিখুন?

2.সবর পাঠ ও নীরব পাঠের তুলনামূলক আলোচনা করুন?

3.ভাষা আত্তীকরণ কাকে বলে?এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি?

4.অনুলিখন ও শ্রুতিলিখনের মধ্যে পার্থক্য লেখো?

5.কথনের উদ্দেশ্য কি?কথনের উন্নতির জন্য কি কি পদ্ধতি অনুসরণ করা উচিত?

6.যোগাযোগ ও চিন্তনের মাধ্যম হিসেবে ভাষার ভূমিকা গুলি লিখুন?

7.পারদর্শিতার অভিক্ষা গঠনের নীতি গুলো লিখুন?

8.শিক্ষাক্ষেত্রে শ্রবণের ভূমিকা গুলি লিখুন?

9.উদাহরণসহ ব্যাকরণ শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি গুলো আলোচনা করুন?

10.হস্তলিপি ও বানানবিধি কেন অনুকরণ যোগ্য লিখুন?

11.ব্যাকরণ শিক্ষাদানের সুবিধা ও অসুবিধা গুলি লিখুন?

12.অর্থানুসারে বাক্যের শ্রেণীবিভাগ গুলি আলোচনা করুন?


For 16 marks:-

1.বাংলা ব্যাকরণের গুরুত্ব ও প্রয়োজনীতা সম্পর্কে আলোচনা করুন?

2.যেকোনো একটি ব্যাপ্ত পাঠ পরিকল্পনা (অষ্টম শ্রেণী পর্যন্ত)

                    _______________

PDF File Details-

Name- বাংলা-D.Ed.Ed-সাজেশন

Type-PDF

Size- 37.7 KB

Location- Google Drive

Dawnload Link-👇
                 Click Here To Download 📂

(বাকি বিষয়গুলির উপর সাজেশন খুব শীঘ্রই দেওয়া হবে)

আর এইসব তথ্য খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য আমাদের Facebook Page এ যুক্ত হয়ে যান...

     আর আপনার নিশ্চয়ই Primary Tet বা Railway Group D পরীক্ষা দেবেন,তাই আপনারা আমাদের Hompage এ গিয়ে কিছু মকটেস্ট ও কিছু মেটিরিয়াল ডাউনলোড করে নিন।

আর আমাদের সাইটে 1দিন ছাড়া ঠিক সন্ধ্যা 7 টার সময় অনলাইনে মকটেস্ট নেওয়া হয়।তাই ঠিক সেই সময় আমাদের সাইটে একবার ভিসিট করে যাবেন।

আমাদের সাইটের নামটি মনে রাখবেন-www.sikshanmandir.com

Google এ search করবেন,তাহলে প্রথমেই দেখতে পেয়ে যাবেন।

                          ●Thank You●



No comments:

Post a Comment