Breaking

Tuesday 5 June 2018

বাংলা - ফ্রি অনলাইন মকটেস্ট | Free Online Mocktest On Bangla | For Primary Tet and All Competitive Exam

হাই বন্ধুরা,সবাই কেমন আছেন?নিশ্চয়ই খুবই ভালো।তারপর বলুন পরীক্ষার জন্য প্রস্তুতি কি রকম নিচ্ছেন?নিশ্চয়ই জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।


          আপনি নিশ্চয়ই কোনো Competitive Exam দেবেন।সেটা Primary Tet হোক বা Railway Group D আশা করছি অপনাদের কাজে লাগবেই।

     আজ আপনাদের জন্য Bengali Subject উপর একটা মকটেস্ট-এর আয়োজন করা হয়েছে ।এর মাধ্যমে আপনার নিজেকে নিজেই যাচাই করে নিতে পারবেন।আপনি পরীক্ষার জন্য কতটা প্রস্তুত সেটা নিজেই জানতে পেরে যাবেন।তো চলুন তাই আর বেশি দেরি না করে মকটেস্টটা দিয়ে দেন।


আজকের মকটেস্ট - নং-৩

বিষয় - বাংলা

পূর্ণমান - ২০

সময় - ৫ মিনিট


বাংলা - Free Online Mocktest



  1. 'জয়সূচক উৎসব' শব্দগুলির অর্থসহযোগে এককথায় প্রকাশ কি হবে?

  2. বিজয় উৎসব
    জয়ন্তী
    জয়ষী
    জয়ন্তি

  3. 'আবীরা' শব্দের অর্থ লিখুন।

  4. পতিহীনা নারী
    পতিপুত্রসহ নারী
    পতিপুত্রহীনা নারী
    পুত্রহীনা নারী

  5. 'নেত্রী' শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে?

  6. নেতৃ+ই
    নেতা+ঈ
    নেত্র+ই
    নেত্র+ঈ

  7. 'বরণ' শব্দটির প্রত্যয় নির্ণয় করুন:

  8. বৃ+অনট্
    বৃহৎ+অন্
    বৃ+অন্
    বর+অন

  9. 'হিতৈষী' শব্দের লিঙ্গ পরিবর্তন করলে কি হবে?

  10. হিতেষ
    হিতৈষিতা
    হিতৈষিণী
    হিতেষীতা

  11. 'বানি' শব্দের সমর্থক শব্দ কোনটি?

  12. মহাপুরুষের গুরুত্বপূর্ণ কথা
    পারিশ্রমিক
    কথা
    সরস্বতী

  13. 'লাজ' শব্দটির পদান্তর করলে কি হবে?

  14. লজ্জা
    লাজুক
    লাজুকে
    লজ্জাবান

  15. নিচের কোনটি উভয়লিঙ্গ শব্দের উদাহরণ?

  16. বুড়ো
    বন্ধু
    পাখি
    শিশু

  17. 'ললনা' শব্দের সমার্থক শব্দ নির্বাচন করুন-

  18. কন্যা
    মহিলা
    দুহিতা
    মানবী

  19. 'খেচর' শব্দের অর্থ লিখুন :

  20. পাতালে চড়ে যে
    আকাশে চড়ে যে
    শুন্যে চড়ে যে
    জলে চড়ে যে




👇সঠিক উত্তরগুলো দেখার জন্য এই Page এর নীচে চান👇

আর কত নাম্বার পেলেন,সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।আর আপনার এও কমেন্ট করে জানান যে,আপনারা কোন বিষয়ের উপর বেশি করে মকটেস্ট দিতে চান।


আর এছাড়াও বিভিন্ন PDF File এবং Study Materials পাওয়ার জন্য আমাদের HomePage এ যান।আর প্রতিদিন এই ধরণের মেটিরিয়ালস পাওয়ার জন্য আমাদের সাইটে প্রতিদিন ভিসিট করুন।

সঠিক উত্তরের তালিকা - B,C,D,C,C,B,B,D,B,B

◆আপনারা যদি আমাদের দেওয়া আগের মকটেস্টগুলো মিস করে থাকেন,তাহলে আমাদের HomePage এ গিয়ে দিয়ে দিন◆

                        ● Thank You ●




No comments:

Post a Comment