Breaking

Monday 4 June 2018

গণিত -ফ্রি অনলাইন মকটেস্ট | Free Online Mocktest On Mathematics For All Competitive Exam - শিক্ষণ-মন্দির

            www.SikshanMandir.com


হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে?নিশ্চয়ই খুব ভালো আছেন।তারপর বলুন পরীক্ষার জন্য Preparation কি রকম নিচ্ছেন?



             পরীক্ষা দেওয়ার জন্য নিশ্চয়ই পুরোপুরিভাবে Ready হয়ে গেছেন।সবারই একটা লক্ষ্য সেটা হলো একটা সরকারী চাকরি।জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা একটা বড়ো অংশ জীবনের।তবে এটা বলতে পারি আপনি যদি Hard Work করে যান,তাহলে Sure আপনি চাকরি পাবেন ।যদি আশা ছেড়ে দেন তাহলে কেউ আর কিছু করতে পারবেন না।


              আর একটা কঠিন প্রশ্ন হলো নিজেকে করা,যে আমি কি পরীক্ষা দেওয়ার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত?এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়,তাহলেই হবে।
চলুন অনেক কথা বলে ফেললাম।আর কথা না বাড়িয়ে আসল কথায় আসি।





আজ Mathematics বিষয়ের উপর একটা মকটেস্ট-এর আয়োজন করা হয়েছে ।আমরা জানি যে,আপনাদের কাছে অনেক Study Materials আছে।তবুও এই online Mocktest দেওয়ার মজা আলাদা।আর আপনারা প্রতিদিন আমাদের দেওয়া এই মকটেস্ট গুলি দেওয়ার চেষ্টা করবেন।তবে এটা বলতে পারি আপনারা যদি এতে অংশ গ্রহন করেন,তাহলে আপনার ক্ষতি নয়,লাভই হবে।


        আর একটা কথা আপনারা তো প্রতিদিন আর লিংক পাবেন না।তাই আমাদের ওয়েবসাইটের নামটা মনে রাখবেন-sikshanmandir.com ।তাহলে আর আপনাকে লিংক এর আশায় বসে থাকতে হবে না।আর আমাদের মকটেস্ট নেওয়ার সময় হল-ঠিক সন্ধ্যা 7 টা।তাই আপনার ঠিক সেই সময় googlesearch করে আমাদের সাইটে ভিসিট করে মকটেস্ট গুলোতে অংশ গ্রহন করতে পারবেন ।


আজকের মকটেস্ট - নং-2

বিষয় - গণিত

পূর্ণমান - 20

সময় - 5 মিনিট

তো চলুন নিজেকে নিজেই এবার যাচাই করে নিন।

আর একটা কথা আপনারা সৎভাবে মকটেস্টটা দেবেন।কেউ আগে থেকে উত্তর দেখে মকটেস্ট দেবেন না।আর দেখে উত্তর দিয়ে full no পেয়ে আমার মনে হয় কোনো লাভ নেই।


গণিত -ফ্রি অনলাইন মকটেস্ট



  1. একটি ঘনকের কয়টি শীর্ষবিন্দু ও কয়টি তল ?

  2. 8 টি শীর্ষবিন্দু 6 টি তল
    8 টি শীর্ষবিন্দু 8 টি তল
    4 টি শীর্ষবিন্দু 4 টি তল
    8 টি শীর্ষবিন্দু 4 টি তল

  3. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ভিন্ন অপর দুটি কোণ কিরূপ কোণ হবে ?

  4. স্থূলকোণ
    সূক্ষ্মকোণ
    সমকোণ
    সরলকোণ

  5. ছয় অংকের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত ?

  6. 100489
    100389
    100439
    100849

  7. একটি বিন্দু দিয়ে চারটি বা ততোধিক সরলরেখা অঙ্কন করলে তাদেরকে বলে-

  8. সমরেখ
    সমবিন্দু
    অসমবিন্দু
    অসমরেখ

  9. 105° কোণকে কী কোণ বলে?

  10. প্রবৃদ্ধ কোণ
    স্থূলকোণ
    সূক্ষ্মকোণ
    কোনোটিই নয়

  11. 2-এর বর্গ এবং 2-এর বর্গমূল-এর বর্গের অন্তর কত?

  12. 1
    2
    4
    কোনোটিই নয়

  13. দুইটি সংখ্যার গুণফল 175 এবং ভাগফল 7 হলে সংখাগুলি কি কি?

  14. 5 এবং 35
    5 এবং 7
    7 এবং 35
    কোনোটিই নয়

  15. তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অসামতলিক ক্ষেত্রকে বলে-

  16. ত্রিভুজ
    বহুভুজ
    আয়তক্ষেত্র
    কোনোটিই নয়

  17. একটি দশভুজের কোণগুলির সমষ্টি হবে-

  18. 180°
    270°
    360°
    450°

  19. একটি বেলনের কয়টি সমতল ?

  20. 2 টি
    3টি
    4 টি
    5 টি



👇সঠিক উত্তরগুলো দেখার জন্য এই Page এর নীচে চান👇

আর কত নাম্বার পেলেন,সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।আর আপনার এও কমেন্ট করে জানান যে,আপনারা কোন বিষয়ের উপর বেশি করে মকটেস্ট দিতে চান।


আর এছাড়াও বিভিন্ন PDF File এবং Study Materials পাওয়ার জন্য আমাদের HomePage এ যান।আর প্রতিদিন এই ধরণের মেটিরিয়ালস পাওয়ার জন্য আমাদের সাইটে প্রতিদিন ভিসিট করুন।

সঠিক উত্তরের তালিকা-A,B,A,B,B,B,A,D,C,A

                        ● Thank You ●

1 comment: