Breaking

Thursday 14 February 2019

Online Quiz : Mathematics in Bengali for Competitive Exams

Online Quiz : Mathematics in Bengali for ctet,ptet,wbcs,upsc,rail,police,rpf and Competitive Exams :


Online Quiz : Mathematics in Bengali for ctet,ptet,wbcs,upsc,rail,police,rpf and Competitive Exams
Online Quiz : Mathematics in Bengali for ctet,ptet,wbcs,upsc,rail,police,rpf and Competitive Exams 

Hello Friends,
                       আজ আপনাদের জন্য থাকলো,অঙ্ক বিষয় থেকে 20 নাম্বারের একটি অনলাইন মক টেস্ট,যেটা আপনাকে বলে দেবে যে আপনি পরীক্ষার জন্য কতটা প্রস্তুত।


Online Quiz : Mathematics 91


  1. কোনো সামন্তরিকের কর্ণ দুটি যথাক্রমে 3 সেমি ও 4 সেমি।তারা সমকোণে সমদ্বিখণ্ডিত।সামন্তরিকের বাহুগুলির মান কত?

  2. 2
    3
    2.5
    3.5

  3. 65 এবং কোন সংখ্যার অনুপাত 13 এবং 6 এর অনুপাতের সমান হবে?

  4. 30
    50
    40
    60

  5. 5 টাকার কত অংশ 1.25 টাকা হবে -

  6. 20
    23
    25
    28

  7. কয়লার মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার কয়লার ব্যবহার শতকরা কি পরিমান কমালে মোট খরচ অপরিবর্তিত থাকবে?

  8. 22%
    20%
    23%
    24%

  9. জুলির বয়স টিনার বয়সের 6গুণ।আগামী 20বছর পরে জুলির বয়স টিনার বয়সের দ্বিগুণ হবে।বর্তমানে জুলির বয়স কত?

  10. 35
    5
    30
    40

  11. ক্রিকেট খেলায় বুলবুল,টিয়া ও এনামূল সর্বমোট 280 রান করলো।বুলবুল ও টিয়ার রানের অনুপাত 2:3,টিয়া ও এনামূলের রানের অনুপাত3:2 হলে প্রত্যেকে কে কত রান করে?

  12. 60,90,120
    80,120,80
    90,100,90
    100,80,100

  13. কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অন্তর 75 সেমি. হলে তার ক্ষেত্রফল কত বর্গসেমি?

  14. 960
    965
    962.5
    967

  15. কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 1305,4665 এবং 6905 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে?

  16. 1123
    1120
    1110
    1125

  17. রমেনবাবু তার স্ত্রীর চেয়ে 4 বছরের বড় এবং কন্যার তিনগুণ বয়সি।দশ বছর পরে যদি রমেনবাবুর তার কন্যার দ্বিগুণ বয়সি হয়,তবে তাদের কন্যার এখন কত বয়স হবে?

  18. 14 বছর
    13 বছর
    15 বছর
    16 বছর

  19. একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 14 সেমি এবং উচ্চতা 5 সেমি হলে উহার ক্ষেত্রফল কত হবে?

  20. 35 বর্গসেমি
    37 বর্গসেমি
    36 বর্গসেমি
    38 বর্গসেমি


উত্তর তালিকা : 1C,2A,3C,4B,5C,6B,7C,8C,9A,10A

No comments:

Post a Comment