Breaking

Sunday 10 February 2019

Bengali Online Quiz : Mathematics

Online Mock Test on Math in Bengali / অঙ্ক প্র্যাকটিস সেট for All Competitive Exams,like wbcs,rail,tet,bank,police etc. 


Bengali Online Quiz : Mathematics
Bengali Online Quiz : Mathematics 


Hello বন্ধুরা,

       আজ আপনাদের জন্য থাকলো অঙ্ক বিষয় থেকে 20 নাম্বারের একটি অনলাইন মক টেস্ট,যেটা আপনাদের প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন : wbcs,psc,rail,police,bank etc exams)  ভীষনভাবে সাহায্য করবে।কারণ অঙ্ক বিষয়টা প্রায় প্রতিটা পরীক্ষাতেই আছে।

Online Bengali Quiz : Math 90


  1. ক্ষুদ্রতম কোন সংখ্যার সঙ্গে 10 যোগ করলে যোগফল 48,72,84 দ্বারা বিভাজ্য হবে ?

  2. 1008
    1018
    998
    990

  3. দুটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. যথাক্রমে 9 এবং 270;একটি সংখ্যা 54 হলে,অপরটি কত ?

  4. 40
    45
    50
    55

  5. দুটি সংখ্যার গ.সা.গু. P এবং তাদের ল.সা.গু. Q,যদি একটি সংখ্যা R হয় তবে অপর সংখ্যাটি কত ?

  6. PQ/R
    PQ/Q
    Q/PQ
    1

  7. দুটি সংখ্যার গুনফল 4032;তাদের গ.সা.গু. 12 হলে ল.সা.গু. নির্ণয় করুন -

  8. 330
    340
    336
    346

  9. তিন অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যার গ.সা.গু. এবং ল.সা.গু. যথাক্রমে 15 এবং 1800,সংখ্যা জোড়া কত ?

  10. 120,225
    180,300
    150,180
    150,300

  11. দুটি সংখ্যার অনুপাত 3:4;তাদের ল.সা.গু. 84;বড় সংখ্যাটি হবে -

  12. 21
    20
    28
    84

  13. তিনটি সংখ্যার অনুপাত 2:3:6 এবং তাদের ল.সা.গু. 72;তাহলে তাদের গ.সা.গু. হবে -

  14. 12
    18
    24
    36

  15. এক জোড়া স্বাভাবিক সংখ্যার গ.সা.গু. 10 এবং তাদের যোগফল 150;এই ধরনের কতগুলি জোড় সংখ্যা হতে পারে ?

  16. 6
    2
    3
    4

  17. দুটি সংখ্যার ল.সা.গু. ও গ.সা.গু. যথাক্রমে 315 এবং 7;একটি সংখ্যা 35 হলে অপরটি -

  18. 63
    150
    42
    কোনটাই নয়

  19. দুটি সংখ্যার যোগফল 315 এবং গ.সা.গু. 35 হলে এরূপ কত জোড়া সংখ্যা সম্ভব ?

  20. 5
    4
    3
    2



উত্তর তালিকা : 1C, 2B, 3A, 4C, 5A, 6C, 7A, 8D, 9A, 10C


No comments:

Post a Comment