Breaking

Monday 10 December 2018

West Bengal Primary TET 2019 Practice Set Download || প্রাইমারি টেট প্রশ্ন ও উত্তর || Sikshan Mandir

West Bengal Primary TET 2019 Practice Set Download || প্রাইমারি টেট প্রশ্ন ও উত্তর || প্রাইমারি টেট পরীক্ষার নমুনা প্রশ্ন || Practice Set-10 :

                   কেমন আছেন ?নিশ্চয়ই খুব ভালো। আজ আপনাদের সাথে শেয়ার করবো প্রাইমারী টেট পরীক্ষার প্রস্তুতির জন্য ৫টি বিষয়ের উপর বাছাই করা ২০টি প্রশ্নের সেট /West Bengal Primary TET 2019 Practice Set PDF Download Link.

প্রাইমারি টেট প্রস্তুতি – প্র্যাকটিস সেট - ১০ 

1.একজন শিক্ষক অনুপ্রাণিত করতে পারেন ?
A-উপযুক্ত পুরস্কার দিয়ে
B-সঠিক পরিচালনার দ্বারা প্রপার গাইডেন্স দিয়ে
C-উদাহরণের দ্বারা
D-ক্লাসে বক্তৃতা দিয়ে

2.একজন ছাত্র যদি তোমাকে উপযুক্ত সম্মান না দেয়, তুমি কি করবে ?
A-তাকে গুরুত্ব দেবে না
B-পরীক্ষায় তাকে কম নম্বর দেবে
C-তার পিতামাতার সঙ্গে কথা বলবে
D-তাকে তিরস্কার করবে

3. কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থা কে চালু করেন ?
A-টি পি নান
B-স্পেনসার
C-ফ্রোবেল
D-মন্টেসরি

4.'ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ' কত সালে গঠিত হয় ?
A-১৯৬১
B-১৯৬২
C-১৮৬১
D-১৮৬২

5.জৈব বৈচিত্র‍্যে বাস্তুতন্ত্রের সঙ্গে সরাসরি সম্পর্কিত–
A-উৎপাদক
B-খাদ্যশৃঙ্খল
C-স্থায়িত্ব
D-খাদক

6.যে সকল জীব নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদের বলে –
A-তৃণভোজী
B-স্বভোজী
C-পরভোজী
D-উৎপাদক

7.বাস্তুতন্ত্রের পুষ্টিস্তরকে ক্রমিক পর্যায়ে সাজালে তৈরি হয় –
A-খাদ্য পিরামিড
B-খাদ্যশৃঙ্খল
C-উৎপাদক
D-খাদক

8.জীবের স্বশনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয় –
A-অক্সিজেন
B-নাইট্রোজেন
C-হাইড্রোজেন
D-কার্বন ডাইঅক্সাইড

9.'শশাঙ্ক' শব্দের সমাস কি হবে ?
A-অঙ্কে শশ যার
B-শশের অঙ্ক
C-অঙ্কের শশ
D-শাশ অঙ্কে যার

10.'রাজমিস্ত্রি ভেঙে যাওয়া ছাদটি সারলেন ।'–বাক্যের ক্রিয়াটি কোন জাতীয় ভাবের ক্রিয়া ?
A-অনুজ্ঞা ভাব
B-নির্দেশক ভাব
C-সংযোজক ভাব
D-কোনটিই নয়

11.'হাঁটুজল' শব্দটির ব্যাসবাক্য নির্ণয় কর :
A-হাঁটু অধিক জল
B-হাঁটুর জল
C-হাঁটু পর্যন্ত জল
D-হাঁটু জলের সমান

12.'বিলোচন' শব্দের সমাস নির্ণয় করুন :
A-বিশিষ্ট লোচন যাহার
B-বিশিষ্ট আলোচন
C-বিশেষরূপে লোচন
D-বিশিষ্ট লোচন

13.Adjective from of world is :
A-universe
B-earth
C-locality
D-mundane

14. I have no pen to ______.
A-by
B-in
C-with
D-for

15.I was shocked _____ his behaviour.
A-by
B-at
C-in
D-with

16.Smoking is injurious _____ health.
A-to
B-for
C-in
D-with

17.3টি সংখ্যার অনুপাত 2 : 3 : 4 ও তাদের গুণফল 375000, ক্ষুদ্রতম সংখ্যাটি হলো -
A-55
B-52
C-40
D-50

18.শূন্যস্থান পূরণ কর :- 12 : 16 = ? : 20
A-26
B-15
C-22
D-17

19.তিনটি সংখ্যার অনুপাত 3 :4 : 6 তাদের ল.সা.গু 960 হলে গ.সা.গু হল -
A-50
B-60
C-80
D-90

20. দুটি সংখ্যার গুণফল 24300 ও তাদের গ.সা.গু 45 হলে ল.সা.গু কত ?
A-440
B-540
C-640
D-405

উত্তর তালিকা-  1-A,2-A,3-C,4-A,5-C,6-B,7-A,8-D,9-A,10-B,11-B,12-C,13-D,14-C,15-B,16-A,17-D,18-B,19-C,20-B

নিচের দেওয়া লিংক থেকে PDF-টি ডাউনলোড লিংক নিন,যাতে আপনি অফলাইনেও এটি প্র্যাকটিস করতে পারেন -



No comments:

Post a Comment