Breaking

Tuesday 11 December 2018

প্রতীকী মিথস্ক্রিয়াবাদ কাকে বলে || What is Symbolic Interaction || সমাজতত্ত্ব

 প্রতীকি মিথস্ক্রিয়াবাদ কাকে বলে || What is Symbolic Interaction :

প্রতীকী মিথস্ক্রিয়াবাদ কি
প্রতীকী মিথস্ক্রিয়াবাদ 

প্রতীকী মিথস্ক্রিয়াবাদ :
                                             1937 সালে হার্বাট ব্লুমার প্রতীকী মিথস্ক্রিয়াবাদ নামকরনটি করেছেন । আর এটি হল ক্ষুদ্র মাত্রার সমাজতত্ত্বের একটি সমাজ মনস্তাত্ত্বিক তত্ত্ব বা দৃষ্টিভঙ্গি,যেটি সেই সকল দিকের ওপর গুরুত্ব আরোপ করেছে যার মধ্যে মিথস্ক্রিয়ার মাধ্যমে প্রাত্যহিক জীবনের অর্থ গড়ে ওঠে । তাই গভীর পর্যবেক্ষণমূলক কর্মের মাধ্যমে মানবিক মিথস্ক্রিয়ার প্রকৃতি এবং প্রকারসমূহ বোধগম্যের সুত্রে গড়ে ওঠা প্রাত্যহিক জীবনের অর্থ সমূহের বিশ্লেষণই হল এই সচেতনতার মৌল বিষয়।

( যদি সমাজতত্ত্ব বিষয়ের কোনো টপিক সম্পর্কে কিছু জানার থাকে,তাহলে সেটা আমাদের কমেন্ট করে জানান।আমরা সেই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব।)

6 comments:

  1. প্রতীকী মিথস্ক্রিয়াবাদ কী

    ReplyDelete
  2. প্রতীকী মিথস্ক্রিয়া বলতে আমরা সাধারণত কী বুঝি?

    ReplyDelete
  3. how can define sociological Perspectives on the context of the society of Bangladesh?? Its very argent

    ReplyDelete
  4. প্রতীকী মিথস্কক্রিয়াবাদের কয়েকজন বিজ্ঞানীর সংজ্ঞা

    ReplyDelete
  5. Explain interactionism Descartes. Is the theory acceptable ? Discuss

    ReplyDelete