Breaking

Wednesday 12 September 2018

অনলাইন মকটেস্ট - অঙ্ক || Online Mocktest On Mathematics For Wbcs/Rail/Ptet/Ctet/Food And All Competetive Exam || Math Online Mocktest

Hello Friends,

                          কেমন আছেন?নিশ্চয়ই খুব ভালো।তারপর বলুন যে পরীক্ষার জন্য প্রস্তুতি কি রকম নিচ্ছেন?
কি!! ভালোরকম প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন,কিন্তু ঠিকঠাক Study Materials পাচ্ছেন না?ঠিকাছে আপনি যেহেতু আমাদের সাইটে ভিসিট করেছেন,আপনার এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে।আমাদের সাইটে আপনারা বিভিন্ন রকম পরীক্ষার Study Materials পেয়ে যাবেন।

            আজ আপনাদের জন্য থাকলো 
গণিত  থেকে 30 নাম্বারের একটি অনলাইন মকটেস্ট(প্রতিটা প্রশ্নের মান 3),যা আপনাকে  Ptet/Ctet /Rail/Wbcs/Ssc 
এবং অন্যান্য যেকোন Competitive পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ভাবে সাহায্য করবে।কারণ অঙ্ক বিষয়টি প্রায় সব রকম পরীক্ষা তেই আছে।আর আপনি এর মাধ্যমে জানতে পেরে যাবেন যে,আপনি পরীক্ষার জন্য কতটা প্রস্তুত।তাই চলুন সময় নষ্ট না করে মকটেস্টটি দেওয়া যাক।আর হ্যাঁ মকটেস্টটি ভালো লাগলে,আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

মকটেস্ট নং -38―

অঙ্ক - অনলাইন মকটেস্ট :-

  1. দুটি সংখ্যার ল.সা.গু. ও গ.সা.গু. যথাক্রমে 315 এবং 7,একটি সংখ্যা 35 হলে অপরটি কত ?

  2. 55
    105
    142
    এর কোনোটিই নয়
  3. দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গ.সা.গু. 5 ।সংখ্যা দুটির সমষ্টি -

  4. 45
    65
    36
    27
  5. দুটি সংখ্যার গ.সা.গু. 16 এবং তাদের সমষ্টি 128, কত জোড়া সংখ্যা হতে পারে ?

  6. 2
    4
    6
    1
  7. 200 এবং 300এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6,8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রেই 5 ভাগশেষ থাকবে?

  8. 288
    283
    293
    228
  9. 400 এবং 500 এর কোন মধ্যবর্তী সংখ্যা 12,16 এবং 24 দ্বারা বিভাজ্য -

  10. 420
    410
    430
    480
  11. দুটি সংখ্যার গ.সা.গু. 20 এবং তাদের অনুপাত 3:4 ; তাদের যোগফল কত ?

  12. 320
    280
    180
    140
  13. পাঁচ অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 6,8,10 ও 15 দ্বারা বিভাজ্য হবে?

  14. 120
    40
    80
    60
  15. দুটি সংখ্যার গ.সা.গু. 12 এবং তাদের অনুপাত 3:5 ;তাদের গুণফল -

  16. 1620
    1800
    1980
    2160
  17. তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 এবং তাদের গুণফল 648;সংখ্যা তিনটির গসাগু হবে-

  18. 27
    9
    6
    3
  19. ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20,42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে -

  20. 1241
    1261
    1259
    1239


সঠিক উত্তর জানার জন্য - Click Here
আরো অনলাইন মকটেস্ট দিতে Click Here

আরো জানুন-↓
রসায়ন বিদ্যা-(87টি প্রশ্নোত্তর)
রেলওয়ে গ্রূপ ডি (7টি প্র্যাকটিস সেট)
ইতিহাস -(120টি প্রশ্নোত্তর)

আমাদের পোস্টগুলি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন●

No comments:

Post a Comment