Breaking

Thursday 6 September 2018

ইতিহাস pdf | ইতিহাস থেকে 120 টিরও বেশি প্রশ্ন উত্তর [S.A.Q. Type] | History PDF File In Bengali For All Competitive Exam Like Wbcs/Rail/Ssc Exam | ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ইতিহাস প্রশ্ন ও উত্তর | পৃথিবীর ইতিহাস pdf | প্রাচীন সাহিত্যের ইতিহাস | ভারতের ইতিহাস pdf


Hello Friends,
                   কেমন আছেন আপনারা?নিশ্চয়ই খুব ভালো।
আপনি জানতেন কি?
হাঁসের প্যাঁক প্যাঁক শব্দ কখনো প্রতিধ্বনিত হয় না।
 আপনারা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন যে,বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিহাস থেকে নানারকম প্রশ্ন এসে থাকে,আর সেই সময় সেই সকল প্রশ্নের সাথে আপনার যাতে সহজেই মোকাবিলা করতে পারেন,সেই জন্যই আজ আমরা আমাদের সাথে শেয়ার করবো 120টির বেশি প্রশ্নোত্তরের একটি পিডিএফ ফাইল/History Question-Answers PDF.

 পিডিএফ ফাইলটি ডাউনলোডের পূর্বে  কিছু নমুনা প্রশ্ন দেখে নেওয়া যাক-👇

1.শিখ ধর্মের প্রবর্তক কে ?
→শিখ ধর্মের প্রবর্তক হলেনগুরু নানক।

2.গ্রন্থসাহেব কী ?
 →শিখ ধর্ম গুরু নানকেরউপদেশবাণীর সংকলনকে গ্রন্থসাহেব বলে।

3.ভক্তিবাদের মূল কথা কি ?
→আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলনহল ভক্তিবাদের মূল কথা।

4.দাদু কে ছিলেন ?
→ দাদু মধ্য যুগের সুলতানি আমলে ভারতের একজন মুসলমানভক্তিবাদী নেতাছিলেন।

5.কোন সালে ব্রিটিশ ইস্টইন্ডিয়া কোম্পানির স্বপক্ষে ফারুকশিয়ারের ফরমান জারি করা হয় ?
→১৭১৭ সালে।

6.১৬৯০ খ্রিস্টাব্দ কিসের জন্য বিখ্যাত ?
→ ১৬৯০ খ্রিস্টাব্দে জবচার্নক হুগলি নদীর তীরে সুতানুটি গ্রামে বাণিজ্য কুঠি তৈরী করেন।

7.পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হন ?
→ পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হনমিরজাফর।

8.এলাহাবাদের প্রথম সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
→ইংরেজ কোম্পানি এবং অযোধ্যার নবাবেরমধ্যে এলাহাবাদের প্রথম সন্ধি স্বাক্ষরিত হয়।

9.ইংরেজরা কার কাছ থেকে বাংলা-বিহার-উড়িষ্যার দেওয়ানি লাভ করে ?
→ মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমেরকাছ থেকে ইংরেজরা বাংলা-বিহার-উড়িষ্যার দেওয়ানি লাভ করে।

10.মোট কয়টি কর্নাটক যুদ্ধ সংঘটিত হয় ?
→ ৩টি ।

11.কোন সময় থেকে ভারতবর্ষে ঔপনিবেশিক শোষণ শুরু হয় ?
→১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ইংরেজদের জয় লাভের পর থেকে ভারতবর্ষে ঔপনিবেশিক শোষণ শুরু হয় ।

12.ডুপ্লে কে ছিলেন ?
→ডুপ্লে ছিলেন পন্ডিচেরীর ফরাসি শাসনকর্তা ।

13. প্রথম কর্ণাটকের যুদ্ধের সময় কর্ণাটকের নবাব কে ছিলেন ?
→ প্রথম কর্ণাটকের যুদ্ধের সময় কর্ণাটকের নবাব ছিলেননবাব আনওয়ার উদ্দিন ।


14.হুমায়ুননামা কার রচনা ?
→ বাবরের কন্যাগুলবদন বেগম হুমায়ুননামা রচনা করেন ।

15. আইন-ই-আকবরি কে রচনা করেন ?
→আকবরের রাজকবি আবুল ফজল আইন-ই-আকবরি রচনা করেন ।

16. মুন্তকাব-উল-তোয়ারিখ গ্রন্থের রচয়িতার নাম কী ?
 মুন্তকাব-উল-তোয়ারিখ গ্রন্থের রচয়িতার নাম বদাউনি

আরো পড়ুন👇
ভৌতবিজ্ঞান থেকে 100টি প্রশ্ন
জীবন বিজ্ঞান থেকে 27 টি প্রশ্ন
পরিবেশ বিজ্ঞান থেকে 110টি প্রশ্ন

☝️ সম্পূর্ণ পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে, নিচের দেওয়া ডাউনলোড বাটামে ক্লিক করুন [History PDF File] ―


File Details- 
File Name - History
Type -pdf
Size - 0.6 MB
Drive - Google
Click Here To Download The PDF File
বিভিন্ন বিষয়ের উপর অনলাইন মকটেস্ট দিতে Click Here

●আমাদের পোস্টগুলো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন●


●এই ধরণের গুরুত্বপূর্ণ STUDY MATERIALS পাওয়ার জন্য প্রতিদিন আমাদের সাইটে ভিসিট করুন●

No comments:

Post a Comment