Breaking

Thursday 23 August 2018

General Knowledge About Kazi Nazrul Islam - PDF File | সাধারণ জ্ঞান - কাজী নজরুল ইসলাম | Bangla Gk Pdf



আজ আপনাদের জন্য থাকলো সাধারণ জ্ঞান অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু সাধারণ প্রশ্নোত্তর-

আপনি জানতেন কি?
নিজের দম বন্ধ রেখে নিজেকে মেরে ফেলা সম্ভব না।

পিডিএফ ফাইল ডাউনলোড লিংক এই পেজের নিচে পেয়ে যাবেন,তার আগে প্রশ্নোত্তর গুলি দেখে নিন👇

1. কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহন করেন?
উঃ ১৮৯৯ সালে।

2. বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
উঃ কাজী নজরুল ইসলাম।

3. নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেফতার হন?
উঃ আনন্দময়ীর আগমনে।

4. কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তাঁর কোন রচনাটি উৎসর্গ করন?
উঃ বসন্ত।

5. রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন?
উঃ সঞ্চিতা।

6. নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি?
উঃ ব্যথার দান ( ১৯২২)।

7. নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
উঃ মুক্তি।

8. নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উঃ অগ্নিবীনা।

9. নজরুলের কাব্যগ্রন্থগুলো কি কি?
উঃ সন্ধ্যা, নতুন চাঁদ , ছায়ানট, প্রলয় শিখা , অগ্নিবীনা , সাত ভাই চম্পা, , সিন্দুহিন্দোল, ফনিমনসা, চক্রবাক, সর্বহারা,ঝড় হাওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত , ঝিঙ্গেফুল, বিষের বাশিঁ , দোলনচাঁপা।

10. নজরুলের উপন্যাসগুলো কি কি?
উঃ বাঁধনহারা, কুহেলিকা ও মৃত্যুক্ষুধা।

11. নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কি?
উঃ শিউলিমালা, ব্যথারদান ও রিক্তের বেদন।

12. কাজী নজরুল ইসলাম কোন সালে প্রথম ঢাকায় আসেন?
উঃ ১৯২৬ সালে।

13. কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন?
উঃ ১৩ বার।

14. কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরন করেন?
উঃ ১৯৭৬ সালে।

15. বাংলা সাহিত্যে ইসলামী চেতনার চর্চা শুরু করেছেন কে?
উঃ- কাজী নজরুল ইসলাম।

16. কাজী নজরুল ইসলাম লেটোর দল ছেড়ে
দেন কত সালে?
উঃ- ১৯১০ সালে।

17. কাজী নজরুল ইসলামের প্রথম গদ্য রচনা বাউন্ডুলের আত্মকাহিনী, প্রথম প্রকাশিত কবিতা
মুক্তি কোথায় বসে রচনা করেন?
উঃ- করাচি সেনানিবাসে।

18. কাজী নজরুল ইসলামের ছাত্রজীবনের প্রথম স্কুলের নাম কি?
উঃ- রাণীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল।

19. শাত ইল আরব, বোধন, আগমনী কবিতাগুলির লেখক হলেন-
উঃ- কাজী নজরুল ইসলাম।

20. সেনাবাহিনীর কোন সামরিক সংগঠনের সাধারণ সৈনিক পদে কাজী নজরুল ইসলাম যোগদান করেছিলেন?
উঃ- ৪৯ বেঙ্গল রেজিমেন্ট।

21. কোন বিপ্লব কাজী নজরুল ইসলামকে
নানাভাবে প্রভাবিত করেছিলেন?
উঃ- রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব।

22. ১৯৪৫ সালে ভারতের বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরষ্কার জগত্তারিণী স্বর্ণপদক কাজী নজরুল ইসলামকে প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?
উঃ- কলকাতা বিশ্ববিদ্যালয়।

23. " চল্ চল্ চল্ উর্ধ্বগগনে বাজে মাদল " রণ
সঙ্গীতটি রচিত হয়-
উঃ- দাদরা তালে।

24. কাজী নজরুল ইসলামের মৃত্যুর কারন কি?
উঃ- পিক্স ডিজিজ।

☝️ উপরের প্রশ্ন গুলি পিডিএফ আকারে পেতে নিচের দেওয়া ডাউনলোড বাটামে ক্লিক করুন👇

File Details-
File Name- Gk about kazi nazrul islam
Type- pdf
Drive- google
Size- 0.5 mb
Click Here To Download The PDF File

No comments:

Post a Comment