Breaking

Thursday 23 August 2018

শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন PDF File[S.A.Q Type] || শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের PDF File For প্রাইমারী টেট,ডিএলএড,সিটেট ||Child Study PDF File For Ptet,Ctet and D.el.ed exam

Child Study & Development PDF File :–

● শিশুমনস্তত্ত্ব ও উন্নয়ন থেকে 20 টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর [পর্ব-3]।

আপনি জানতেন কি?
ভারতে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি সংখ্যক পোস্ট অফিস রয়েছে।

 চলুন আজকের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক-👇


41. একটি 12 বছরের ছাত্রের সামাজিক বিকাশের সবচেয়ে কার্যকর ক্ষেত্র :
→ খেলার মাঠ।

42. শিশুরা শ্রেণীতে ধীরগতিতে পড়াশোনা করলে :
→ সৃজনশীল শিক্ষাগ্রহনে অসমর্থ হবে।

43. একজন শিক্ষক শিক্ষার্থীদের কিভাবে সহমর্মিতার শিক্ষা দেবেন :
→ তাদের মধ্যে অনুভূতি ও অভিজ্ঞতা সঞ্চারের মাধ্যমে।

44. "শিশুর পরিবারই শিশুর প্রথম শিক্ষাক্ষেত্র"-সেই জন্যই :
→ স্কুল ও কলেজে অভিভাবকদের জন্য শিশু পালনের শিক্ষা দেওয়া শুরু করা উচিত।

45. প্রথম ব্যক্তি যিনি বুদ্ধির পরীক্ষার জন্য উপযুক্ত যন্ত্র তৈরি করেছিলেন,তিনি হলেন :
→ গ‍্যালটন

45. একজন শিক্ষকের কোন বিষয়ে দায়বদ্ধতা থাকে :
→ শিক্ষার্থীকে বোধগম্যতা অনুযায়ী গণতন্ত্র সম্বন্ধে সাধারণ ধারণা দান করা।

46. মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের মধ্যে প্রধান ব্যক্তিগত পার্থক্যগুলি হল :
→ শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন চাহিদা।

47. ছাত্রছাত্রীদের অকৃতকার্যতার বৈধ কারণ কি হতে পারে :
→ পড়াশোনার প্রতি অমনোযোগ।

48. শিক্ষকতাকে কোন স্তরে ফেলা হয় :
→ অনুশীলন।

49. উন্নয়ন একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া-এই ধারণাটি কোন নীতির সঙ্গে সম্পর্কিত :
→ ধারাবাহিকতার নীতি।

50. "জগৎ সম্পর্কে শিশুরা তাদের বোধ প্রত্যক্ষভাবেই গড়ে তোলে"- বক্তব্যটি কার :
→ পিয়াজেট।

51. নিচু ক্লাসে খেলার মাধ্যমে শিক্ষার ভিত্তি হল :
→ শিক্ষাদানের সমাজতাত্বিক নীতি।

52. একই শ্রেণীতে বিভিন্ন ছাত্রের মধ্যে শিক্ষালাভের ফলাফলের যে ব্যক্তিগত পার্থক্য থাকে তার প্রধান কারণ :
→ বংশগত ও পরিবেশগত।

53. একজন শিক্ষক খুব সহজেই কিভাবে শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের ক্ষমতার পার্থক্য বুঝতে পারবেন :
→ বিদ্যালয়ে পরীক্ষার ফলাফল দেখে ।

54. মনোবিজ্ঞানের মাধ্যমে একজন শিক্ষক কি জানতে পারবেন :
→ তিনি শিক্ষার্থীর আবেগগত চাহিদার সম্বন্ধে জানতে পারবেন ।

55. স্বাধীনতার উত্তরকালে গঠিত প্রথম শিক্ষা কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন :
→ ডঃ রাধাকৃষ্ণণ।

56. নবোদয় বিদ্যালয়গুলো কেন শুরু করা হয়েছে :
→ মন্দ বুদ্ধিসম্পন্ন শিশুদের জন্য।

57. একজন শিক্ষকের ব্যক্তিত্ব তৈরি করতে কোন বিষয়টির প্রভাব পড়ে :
→ পরিবেশ ও বংশগতি।

58. শিশুদের ভালো ফল করতে আগ্রহী করে তুলতে সহজতম পদ্ধতি কি :
→ কঠোর শ্রেণীবিভাগ।

59. শিক্ষকের কাছে পাঠক্রম বলতে বোঝায় :
→ শিশুরা বিদ্যালয় থেকে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছে তা।

60. কে প্রথম বুদ্ধির পরীক্ষা করেছিলেন :
→ বাইওনেট।

উপরের প্রশ্নোত্তর গুলি PDF আকারে পেতে নিচের লিংকে ক্লিক করুন–

PDF File Details-
File Name- Child Study & Development
Format- PDF
Size-0.6 MB
Click Here To Download The PDF File

এই ধরণের তথ্য পেতে প্রতিদিন আমাদের সাইটে ভিজিট করুন



No comments:

Post a Comment