Breaking

Wednesday 29 August 2018

ভৌত বিজ্ঞান/পদার্থ বিজ্ঞান [100টি] প্রশ্ন উত্তর pdf || Physics Questions Answers PDF For Competitive Exam || Physical Science Questions Answers PDF || Sikshanmandir



Hello Friends,

 আজ আপনাদের জন্য থাকলো ভৌত বিজ্ঞান/পদার্থ বিজ্ঞান/Physical Science থেকে 100 টি প্রশ্নোত্তরের PDF.[Part-2],যা আপনাদের বিভিন্ন COMPETITIVE EXAM এ ভীষণভাবে সাহায্য করবে।
Part-1 টি যদি আপনি না পেয়ে থাকেন,তাহলে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন👇
              Go To The Part-1  

আপনি জানতেন কি?
পৃথিবী পুরোপুরি বৃত্তাকার নয়, এটি উত্তর ও দক্ষিণ মেরুতে সামান্য চ্যাপ্টা।

 আর আজকের PDF ফাইলটি ডাউনলোড করার আগে কিছু নমুনা দেখে নিন👇



1. পরমানুর নিউক্লিয় তত্ত্বের প্রবক্তা ?
উত্তর: রাদার ফোর্ড

2. পরম তাপমাত্রা স্কেলের আবিষ্কারক
উত্তর: কেলভিন

3. ‘আলো আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই’ -একথা বলেন-
উত্তর:আল হাজেম

 4. সবচেয়ে স্থায়ী শক্তিশালি চুম্বক কোনটি?
উত্তর: নিকেল

5.ব্যাটারিতে কোন এসিড থাকে না ?
উত্তর: সালফিউরিক এসিড

6. বেতার যোগাযোগ উদ্ভাবন করেন কে?
উত্তর: মার্কনী্য

7. মাদাম কুরী রসায়নে পুরষ্কার পান কত সালে?
উত্তর: ১৯০৩

8. চুম্বকের আকর্ষন কোথায় কম?
উত্তর: মাঝখানে

9. কে প্রমান করেন যেপৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র’?
উত্তর: গিলবার্ট

10.সাবানের রাসায়নিক নাম কি?
উত্তর: সোডিয়াম স্টিয়ারেট
11. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?
উত্তরসোডিয়াম মনোগ্লুটামেট

12. পেট্রোলের অপর নাম কি?
উত্তরগ্যাসোলিন

13. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?
উত্তরসোডিয়াম মনোগ্লুটামেট

14. লাফিং গ্যাস কি?
উত্তরনাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। এটি হাস্য উদ্দীপক

15.  পেট্রোলের অপর নাম কি?
উত্তরগ্যাসোলিন

16. ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?
উত্তর.১৫-.%

17. বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থ কতটি?
উত্তর১১৮টি

18. পাইরোমিটার কী?
উত্তরসূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র বা উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্র

19. কলের জলে সাধারণত কোন উপাদান বেশি থাকে?
উত্তরআয়রণ (লৌহ)

20 . কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না?
উত্তরঅ্যান্টিমনি

উপরের প্রশ্নোত্তর গুলি PDF আকারে পেতে নিচের দেওয়া ডাউনলোড বোতামে ক্লিক করুন 👇

PDF File Details-
File Name- Physical Science
Type- pdf
Size- 0.7 mb
Click Here To Dawnload The PDF File

●এই ধরণের তথ্য পাওয়ার জন্য প্রতিদিন আমাদের সাইটে ভিজিট করুন●

1 comment: