Breaking

Friday 1 June 2018

প্রাইমারী টেট পরীক্ষার কিছু টিপস | Tips And Tricks For Primary Tet



               www.SikshanMandir.com

হ্যালো বন্ধুরা আমাদের website আপনাকে স্বাগত।আপনি যেহেতু এখানে ভিসিট করেছে,তো এটা পরিষ্কার যে আপনি প্রাইমারী টেট পরীক্ষা দেবেন।আপনি এই টেট পরীক্ষার জন্য নিশ্চয়ই খুব ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন?

প্রাইমারি টেট পরীক্ষার কিছু টিপস,আপনার কাজে লাগলেও লাগতে পারে।
তো চলুন আর বেশি সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক-

◆আমাদের এই প্রাইমারী টেট পরীক্ষায় মোট 5 টি বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে ।আর প্রতিটা বিষয়ের পূর্ণমান 30 করে।অর্থাৎ

 ●বাংলা-30,
●ইংরেজি-30,
●গণিত-30,
●শিশুশিক্ষা-30,
●পরিবেশ-30

মোট পাঁচটি বিষয়ের উপর 150 নং এর পরীক্ষা দিতে হবে আর 90 হলো এই পরীক্ষার পাস নং।
এবার কথা হলো যে,এই 5টি বিষয়ের মধ্যে বেশিরভাগ জনের সবথেকে কঠিন লাগে ইংরেজি  ও অঙ্ক বিষয়টা।এই দুটো বিষয় দেখলেই পালাই পালাই অবস্থা।তাহলে কি করে এইসব নানারকম সমস্যার সমাধান করে টেট পরীক্ষায় উতীর্ণ‍ হবেন....???

যে 5টি উপায় অবলম্বন করবেন তার প্রথম উপায়টি হলো-

১.কঠিন বিষয় সবার পিছনে রাখুন:-
আমাদের ভয়ের বা সবথেকে কঠিন বিষয় হলো ইংরেজি ও অঙ্ক।তাই এই দুটো বিষয়ের উপর ভালো গুরুত্ব না দিয়ে বাকি তিনটি বিষয়ের উপর খুব খুব খুব ভালো করে জোড় দিন।

২.কঠিন পরিস্থিতির সহজ মোকাবিলা:-
আপনারা সবাই খুব ভালো করেই জানেন যে,এই পরীক্ষায় কোনো রকম Negetive Marking নেই,তাই যে প্রশ্নের উত্তর গুলো পারবেন না, সেগুলো নিশ্চয়ই ছেড়ে দিয়ে চলে আসবেন না।তাই এখানে আপনারা যেটা করবেন সেটা হলো যে,যে প্রশ্নগুলোর উত্তর আপনি একদমই পারবেন না,সেগুলোর প্রতিটারই উত্তর একই করুন।যেমন-A করলে প্রতিটাই A,B করলে প্রতিটাই B।

৩.যে টপিকটি কঠিন সেটা পুরোপুরি বাদ :-
আপনার এই 5টি বিষয়ের মধ্যে কোনো টপিকটি যদি সব আপনার কঠিন মনে হয় বা ওই টপিকটি আপনি যতই বোঝার চেষ্টা করেন।তা সত্ত্বেও আপনার মাথায় কিছুই ঢোকেনা,তাহলে ওই টপিকটির পিছনে বৃথা সময় নষ্ট করবেন না।ওই সময়টা অন্য বিষয়ে কাজে লাগাবেন।

৪.নতুন করে কোনোরকম 'নতুন টপিক' শিখতে না যাওয়া :-
এই পরীক্ষার সময়সীমা যেহেতু খুবই কম,তাই এইসময় নতুন করে কোনোরকম নতুন টপিক শিখতে যাবেন না।তাহলে হবে যে,ওই নতুন টপিক টা শেখার পিছনে আপনার অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে।

৫.সহজ বিষয় থেকে কঠিন বিষয়ে প্রবেশ করা:-
এবার পরীক্ষার সময় যেটা করবেন,সেটা হলো-আপনার যে বিষয়টি সবথেকে বেশি সহজ,সেই বিষয়টির প্রশ্নগুলির উত্তর প্রথমে শুরু করুন।এইভাবে সহজ থেকে কঠিনের দিকে অগ্রসর হন।

এইসব দিক অবলম্বন করলে দেখা যেতে পারে যে,আপনি টেট পরীক্ষায় পাস করে যেতে পারেন।
যেমন ধরুন আপনি ওই ইংরেজি আর অঙ্ক এই দুটি বিষয় বাদে যে বাকি তিনটি বিষয় আছে সেগুলোতে আপনি 25 করে পেয়েছেন।আর এই বিষয় গুলোতে 10 করে ।তাহলে মত হলো-95 (Paased)


যদি এইরকম ধরণের আরো কিছু তথ্য পাওয়ার থাকে বা জানার থাকে তাহলে প্রতিদিন আমাদের এই website এ visit করুন।
     
                       ●Thank You●

4 comments:

  1. স্যার কোনো বিষয় এ আমি যদি 10 পাই তাহলে কি পাস। আমি অনেকের কাছে শুনি যে 12 এর কম পেলে ফেল।

    ReplyDelete
  2. মোট নাম্বার অনুযায়ী পাস-ফেল নির্বাচন করা হয়।আপনি একটা বিষয়ে যতই পান সেটা বিচার করা হয়না।

    ReplyDelete
  3. ধন্যবাদ আপনাকে ,
    টেট কবে হবে??

    ReplyDelete
  4. sir, apnader kono youtube ba telegram channel thakle link din

    ReplyDelete