Breaking

Friday 1 June 2018

পরিবেশ বিজ্ঞান-ফ্রি অনলাইন মকটেস্ট | Free Online Mocktest On Environment Science For Primary Tet And Railway Group D Exam



আজকের মকটেস্ট-

বিষয় - পরিবেশ বিজ্ঞান

পূর্ণমান - 20

সময় - 5 মিনিট

■ এই মকটেস্টটি তাদের জন্য যারা Primary Tet এবং Railway Group D পরীক্ষা দেবেন ■

Environment Science-Free Online Mocktest :-


  1. গঙ্গা অ্যাকশন প্ল‍্যান তৈরি হয় :

  2. 1970 সালে
    1974 সালে
    1980 সালে
    1984 সালে

  3. সর্বশেষ বসুন্ধরা সম্মেলন হয়েছিল :

  4. মেক্সিকোতে
    ব্রাজিলে
    বেলজিয়ামে
    চিনে

  5. এডস রোগ প্রথম যে দেশে ধরা পড়ে,তা হল :

  6. ব্রিটেনে
    আমেরিকা
    চীন
    সোভিয়েত ইউনিয়ন

  7. কেন্দ্রীয় দূষণ প্রতিরোধ বোর্ড স্থাপিত হয় :

  8. 1980 সালে
    1988 সালে
    1985 সালে
    1986 সালে

  9. পরিবেশবিদ বহুগুণা ছিলেন :

  10. গাছ কাটার পক্ষে
    শব্দদূষণের পক্ষে
    গাছ কাটার বিরোধী
    কোনোটিই নয়

  11. ভারতে বর্তমানে কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় :

  12. 400 রকম
    300 রকম
    200 রকম
    250 রকম

  13. সাইরেনের শব্দমাত্রা হল :

  14. 110 ডেসিবেল
    130 ডেসিবেল
    140 ডেসিবেল
    120 ডেসিবেল

  15. বিষাক্ত সাপ কামড়ালে কি ব্যবহার করতে হয় ?

  16. অ্যান্টিবায়োটিক
    অ্যান্টিভেনম সিরাম
    ক্লোরোফর্ম
    অ্যান্টিনোড

  17. অচিরাচরিত শক্তির উৎস হল :

  18. সৌরশক্তি
    তাপবিদ্যুৎ
    জলবিদ্যুৎ
    খনিজতৈল

  19. নতুন শতাব্দীতে কোন সমস্যা পৃথিবীতে এক ভয়াবহ রূপ ধারণ করবে?

  20. খাদ্য সমস্যা
    জনসংখ্যা বিস্ফোরণ
    ভূমিকম্প
    বন্যা



👇সঠিক উত্তর এই Page এর নীচে পেয়ে যাবেন👇

● কত নাম্বার পেলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এটি আপনি আপনার বন্ধুদের সাথে share করে ওদেরও এই Mocktest টিতে অংশগ্রহণ করবার সুযোগ করে দিন।

●আপনারা এই ধরণের Online Mocktest বা Study Materials পাওয়ার জন্য প্রতিদিন আমাদের Website -এ ভিসিট করুন●

সঠিক উত্তরের তালিকা-

1-D,2-B,3-B,4-B,5-C,6-D,7-C,8-B,9-A,10-B

No comments:

Post a Comment