Breaking

Friday 1 February 2019

Geography MCQ in Bengali PDF - ভূগোল MCQ PDF

Geography MCQ in Bengali PDF - ভূগোল MCQ PDF for SSC,WBCS,RAIL,PSC,BANK,POLICE and All Competitive Exams :

Geography MCQ in Bengali PDF - ভূগোল MCQ PDF
Geography MCQ in Bengali PDF - ভূগোল MCQ PDF

হ্যালো বন্ধুরা,

                আজ আপনাদের জন্য  থাকলো,ভূগোল বিষয় থেকে গুরুত্বপূর্ণ 20টি বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ),যেটা আপনাকে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা,যেমন- SSC,WBCS,RAIL,BANK,POLICE পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে .

কিছু নমুনা প্রশ্ন :

১. নিম্নোক্ত কোন নিয়ন্ত্রক মাটিতে জলের অনুস্রাবন বেশি ঘটায় ?
ক) খাড়া ভূমি ঢাল                খ) উদ্ভিদ আচ্ছাদন 
গ) অতিরিক্ত বাষ্পীভবন        ঘ) সড়ক ও পাকা বাড়ি দ্বারা ভূমি আচ্ছাদন 

২. শিলা গঠনের সময় পাললিক শিলার মধ্যে থেকে যাওয়া সমুদ্রের জলকে বলা হয় ?
ক) সামুদ্রিক জল         খ) সহজাত জল 
গ) আবহিক জল          ঘ) উত্স্যন্দ জল 

৩. নগরাঞ্চলে ভৌমজল ভান্ডার কম হওয়ার কারণ হল -
ক) বৃষ্টিপাতের পরিমান ও স্থায়িত্ব কম                খ) অধিক বাষ্পীভবন 
গ) ভূমি ব্যবহারে সড়ক ও পাকা বাড়ির প্রাধান্য    ঘ) উদ্ভিদের অভাব 

৪. ভূপৃষ্ঠে পতিত বৃষ্টির জল অনুস্রুত হয়ে ভৌমজল স্তর গঠন করলে তাকে বলা হয় -
ক) সহজাত জল       খ) মহাসাগরীয় জল 
গ) ম্যাগমা জল        ঘ) আবহিক জল 

৫. ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে বলা হয় -
ক) উত্স্যন্দ জল                  খ) গগনাম্বু  
গ) সহজাত বা জন্মগত জল    ঘ) মহাসাগরীয় জল 

৬. দুটি অপ্রবেশ্য স্তরের মাঝে প্রবেশ্য স্তর থাকলে কোন প্রকার একুইফার সৃষ্টি হতে পারে -
ক) অ্যাকুইফিউজ            খ) পার্চড অ্যাকুইফার 
গ) আবদ্ধ  অ্যাকুইফার     ঘ) মুক্ত  অ্যাকুইফার 

৭. মুক্ত জলবাহী স্তরের মধ্যে অবস্থিত গৌন জলবাহী স্তরটি কি নাম পরিচিত -
ক) অ্যাকুইটার্ড           
খ) অ্যাকুইফিউজ 
গ) অ্যাকুইক্লুড            ঘ)  পার্চড অ্যাকুইফার 

৮. চামচের মতো স্থানীয় বা পার্চড অ্যাকুইফারের অবস্থান কোথায় হয় -
ক) মুক্ত জলবাহী স্তরের মধ্যে     খ) আবদ্ধ জলবাহী স্তরের মধ্যে 
গ) অ্যাকুইক্লুডের মধ্যে             ঘ) অ্যাকুইফিউজের মধ্যে 

৯. নিচের কোন বৈশিষ্ট্যটি জলচাপ তলের ক্ষেত্রে প্রযোজ্য নয় -
ক) আবদ্ধ  অ্যাকুইফারে দেখা যায়        খ) চাপতল ওঠা-নামা করে 
গ) অর্তেজীয় কূপ সৃষ্টির সহায়ক হয়      ঘ) স্থায়ী ভৌমজলপৃষ্ট রূপে অবস্থান করে 

১০. শিলাস্তরের কোন বৈশিষ্ট্যের জন্য  অ্যাকুইক্লুড  তৈরী হয় -
ক) সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা উভয়ই বেশি     খ) সচ্ছিদ্রতা বেশি প্রবেশ্যতা কম 
গ) সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা উভয়ই কম        ঘ) সচ্ছিদ্রতা কম  প্রবেশ্যতা বেশি 

নিচের দেওয়া লিঙ্কে থেকে আপনারা PDF ফাইলটি ডাউনলোড করে নিন,ওতে আপনারা সব প্রশ্নগুলি উত্তরসহ পেয়ে যাবেন -


File Details- 
File Name - 20Geo MCQ-Part-ii
Type -pdf
Size - 3 MB
Click Here To Download

আরো জানুন :
ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর - Part-i
■ ভূগোল বিষয়ের উপর মকটেস্ট দিতে, এখানে ক্লিক করুন
যদি Part- iii পেতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান -

No comments:

Post a Comment