Breaking

Sunday 16 December 2018

প্রাথমিক টেট প্র্যাকটিস সেট 11 - West Bengal Primary TET 2019 Practice Set Download

West Bengal Primary TET 2019 Practice Set Download || প্রাইমারি টেট প্রশ্ন ও উত্তর || প্রাইমারি টেট পরীক্ষার নমুনা প্রশ্ন || Practice Set-11 :

প্রাথমিক টেট প্র্যাকটিস সেট
প্রাথমিক টেট প্র্যাকটিস সেট 

Hello Friends,
                   কেমন আছেন ?নিশ্চয়ই খুব ভালো। আজ আপনাদের সাথে শেয়ার করবো প্রাইমারী টেট পরীক্ষার প্রস্তুতির জন্য ৫টি বিষয়ের উপর বাছাই করা ২০টি প্রশ্নের সেট /West Bengal Primary TET 2019 Practice Set PDF Download Link.

প্রাইমারি টেট প্রস্তুতি – প্র্যাকটিস সেট - ১১ 

1.রচনাভিত্তিক পরীক্ষা ব্যবস্থা নির্ভরযোগ্য নয়, কারণ–

A-প্রত্যেকের উত্তর ভিন্ন ভিন্ন হয়
B-ফলাফল ভিন্ন ভিন্ন হয়
C-শিক্ষকের দৃষ্টিভঙ্গি ও মনোভাব উত্তরপত্রের উপর প্রভাব বিস্তার করে
D-উত্তর দেওয়ার পদ্ধতি(Style) প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয়

2."ন্যাশানাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন"– এর উদ্দশ্য কী ?

A-শিক্ষক শিক্ষন বিদ্যালয় স্থাপন করা
B-শিক্ষা সংক্রান্ত গবেষণা চালু করা
C-শিক্ষক শিক্ষন কলেজগুলির মান উন্নত করা ও তা বজায় রাখা
D-কোনোটিও নয়

3.নতুন শিক্ষা কর্মপন্থার (এডুকেশন পলিসি) উদ্দেশ্য কী ?

A-সকলের জন্য শিক্ষার সমান সুযোগের ব্যবস্থা করা
B-সমগ্র শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন
C-শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সম্পর্ক স্থাপন
D-শিক্ষা থেকে ডিগ্রিকে পৃথক করা

4.শিক্ষার মান উন্নয়নে জন্য বিশেষ প্রয়োজন –

A-ছাত্রদের অবিচ্ছিন্ন মূল্যায়ন
B-শিক্ষকদের যথেষ্ট বেতন দেওয়া
C-পাঠক্রমের পুনর্বিন্যাস করা
D-স্কুল বিল্ডিংয়ের উন্নতিসাধন

5.পরিবেশ সমস্যা হল একটি–

A-একমাত্রিক সমস্যা
B-দ্বিমাত্রিক সমস্যা
C-বহুমাত্রিক সমস্যা
D-কোনো সমস্যাই নয়

6.ভারতের 'জাতীয় জনসংখ্যা নীতি' কত খ্রিস্টাব্দে কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমোদন পায়–

A-২০০০
B-২০০৪
C-২০০৬
D-২০০৮

7.জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাকৃতিক সম্পদের সম্পর্ক নির্ণয় করেন –

A-ডারউইন
B-মেন্ডেল
C-ম্যালথাস
D-এদের কেউ নয়

8.'ক্লাব অফ রোম ' কবে গঠিত হয় ?

A-১৯৫৬
B-১৯৫৫
C-১৯৬৮
D-১৯৯৯

9.'জাহান্নাম' শব্দটি কোন শ্রেণীভুক্ত –

A-তদ্ভব
B-দেশি
C-বিদেশি(আরবি)
D-বিদেশি(ফারসি)

10.'মহাত্মা' শব্দের পদান্তর কর–

A-মহান
B-মহাত্মা
C-মাহাত্ম্য
D-মহত্মা

11.'পটুয়া' থেকে  'পেটো' ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে এই নতুন শব্দটি উদ্ভুত হয়েছে ?

A-বর্ণ বিপর্যয়
B-সমীভবন
C-অভিশ্রুতি
D-অপিনিহিতি

12.'আবিল' শব্দের বিপরীত শব্দটি নির্বাচন কর–

A-আনাবিল
B-অনাবিল
C-আবিল‍্য
D-আহ্বান

13.One language (Mother Tongue) policy in primary Education of West Bengal was introduced in :

A-1980
B-1981
C-1982
D-1900

14.English as a contest-subject means :

A-Formal grammar
B-Literary matters
C-Literary contents
D-Formal grammar & literary contents

15.The Primary Education Syllabus Committee headed by Himangsu Bimal Majumdar was constituted in :

A-1927
B-1974
C-1975
D-1976

16.English was re-introduction of English at Primary stage of West Bengal in :

A-1997
B-1998
C-1999
D-2000

17. 7/2 = কত % ?

A-350%
B-35%
C-3.5%
D-45%

18.300 টাকার 10%-এর 20% = কত ?

A-3 টাকা
B-4 টাকা
C-5 টাকা
D-6 টাকা

19. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 10 : 11 হলে লাভের শতকরা হার হলো –

A-10%
B-20%
C-15%
D-19%

20.400টি লিচুর ক্রয়মূল্যে 320টি লিচু বিক্রি করলে শতকরা লাভের পরিমান –

A-10%
B-15%
C-20%
D-25%

উত্তর তালিকা-  1-C,2-C,3-B,4-A,5-C,6-A,7-C,8-C,9-C,10-C,11-C,12-B,13-A,14-C,15-B,16-C,17-B,18-D,19-A,20-D

নিচের দেওয়া লিংক থেকে PDF-টি ডাউনলোড লিংক নিন,যাতে আপনি অফলাইনেও এটি প্র্যাকটিস করতে পারেন -


No comments:

Post a Comment