Breaking

Wednesday 5 December 2018

West Bengal Primary TET 2019 Practice Set Download

West Bengal Primary TET 2019 Practice Set Download || প্রাইমারি টেট প্রশ্ন ও উত্তর || প্রাইমারি টেট পরীক্ষার নমুনা প্রশ্ন :

West Bengal Primary TET 2019 Practice Set Download || প্রাইমারি টেট প্রশ্ন ও উত্তর || প্রাইমারি টেট পরীক্ষার নমুনা প্রশ্ন
West Bengal Primary TET 2019 Practice Set Download

Hello Friends,
                   কেমন আছেন ?নিশ্চয়ই খুব ভালো। আপনি  নিশ্চয়ই একজন প্রাইমারী টেট/Primary Tet পরীক্ষার্থী ?তাহলে বলুন যে পরীক্ষার প্রস্তুতি কি রকম নিচ্ছেন ?
কি,ঠিকঠাক ভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন কিন্তু ভালো স্টাডি মেটিরিয়াল্স এর অভাবে প্রস্তুতি ঠিক-ঠাক ভাবে নেওয়া হচ্ছে না  পাচ্ছেন না 
                         তো চলুন আপনার এই সমস্যার সমাধান করা যাক।আপনাদের এই সমস্যার সমাধান করতে শেয়ার করবো প্রাইমারী টেট পরীক্ষা স্পেশাল ২০ নং এর একটি প্র্যাকটিস সেটের  পিডিএফ ফাইল/West Bengal Primary TET 2019 Practice Set Download Link.

প্রাইমারি টেট প্রস্তুতি – প্র্যাকটিস সেট - ৯

1.একজন শিক্ষকের সাফল্য নির্ভর করে -
A- ছাত্রদের উচ্চ সাফল্যে
B-ব্যাক্তিত্বের ভালো বৈশিষ্টে
C-ভালো শিক্ষাদানে
D-ভালো চরিত্রে

2.ছাত্রদের গুরুত্বপূর্ন বৈশিষ্ট‍্য হলো -
A-দায়িত্ববোধের চেতনা
B-সত্যবাদিতা
C-সহযোগিতা
D-অজ্ঞানুবর্তিতা/আদেশ মেনে চলা

3.সাধারণ শিক্ষার মূল উদেশ্য -
A-প্রাথমিক শিক্ষাকে সার্বজনীনতা দেওয়া
B-শিক্ষাকে বৃত্তির সঙ্গে যুক্ত করা
C-শিক্ষার মাধ্যমে ব্যক্তির প্রাথমিক প্রয়োজন মেটানো
D-সকলের জন্য শিক্ষাকে বাধ্যতামূলক করা

4.তুমি যদি শিক্ষকের চাকরি জোগাড়ে অসমর্থ হও, তখন কী করবে ?
A-বাড়িতে ছাত্র পড়ানো শুরু করব
B-যতদিন না চাকরি পাই , বাড়িতে অপেক্ষা করব
C-অন্য চাকরিতে যোগ দেব
D-শিক্ষকতার চাকরির জন্য ক্রমাগত আবেদন করে যাব

5. বায়ুমণ্ডলে তরল বা কঠিন আকারে ছড়িয়ে থাকা আনুবিক্ষনিক কণিকাকে কী বলে ?
A-অ্যারোসোল
B-ক্লোরো-ফ্লুরো কার্বন
C-মিথেন
D-নিয়ন

6.গাড়ির ধোঁয়া থেকে নির্গত একটি গ্যাসের নাম করো -
A-কার্বন ডাইঅক্সাইড
B-সালফার ডাইঅক্সাইড
C-নাইট্রোজেন অক্সাইড
D-এম আই সি

7.ভূপাল গ্যাস দুর্ঘটনা কত খ্রিস্টাব্দে হয়েছিল -
A-১৯৮৫
B-১৯৮৩
C-১৯৮৬
D-১৯৮৪

8.ক্যাটালেটিক কনভার্টার ব্যবহারের উদ্দেশ্য কী ?
A-জলশোধন
B-মোটর যানের দূষণ নিয়ন্ত্রণ
C-তাপবিদ্যুৎ উৎপাদন
D-জলবিদ্যুৎ উৎপাদন

9.'মৃত্যুঞ্জয়' শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে কী হবে ―
A-মৃতঃ + জয়
B-মৃতুম্ + জয়
C-মৃত্যুঃ + জয়
D-মৃত + জয়

10.সাপের হাসি "বেদেয়" চেনে । "বেদেয়" শব্দটির কারক নির্ণয় করুন :
A-কর্মকারক
B-কর্তৃকারক
C-করণকারক
D-অপদান কারক

11.'ক্ষয়িষ্ণু' শব্দের বিপরীত শব্দটি নির্ণয় করুন :
A-বর্ধমান
B-বধিষ্নু
C-বৃদ্ধিপ্রাপ্ত
D-বৃদ্ধি

12.'প্রত্যক্ষ' শব্দের ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুন :
A-প্রত্যেকের ইক্ষা―তৎপুরুষ
B-অক্ষির সম্মুখে―অব্যয়ীভাব
C-অক্ষির সন্মুখে―তৎপুরুষ
D-প্রত্যেক অক্ষি―অব্যয়ীভাব

13.Teaching of English is important in India because of :
A- recreational importance
B- cultural importance
C- professional importance
D- all of these

14. How many basic sentence patterns are there in English language :
A- 3
B- 9
C- 12
D- 21

15.A medicine to nullify the effect of poison :
A- allopathy
B- homeopathy
C- antidote
D- antibiotic

16.A journey by river or sea :
A- travel
B- tour
C- riding
D- voyage

17.A:B = 9:11,A:C = 6:23  ও A:D = 2:5 হলে B:C:D = ?
A-11:23:5
B-22:69:45
C-11:46:35
D-33:23:90

18.দুটি সংখ্যার যোগফল 45 ও বিয়োগফল 5 হলে সংখ্যা দুটির গ.সা.গু. হল -
A-9
B-10
C-5
D-15

19. 11 টি সংখ্যার গর 30 ; প্রথম 5 টি সংখ্যার গড় 25 ও শেষের 5 টি সংখ্যার গড় 28. শেষ সংখ্যাটি হলো -
A-55
B-65
C-67
D-58

20. 250 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে 350 মিটার দীর্ঘ একটি একটি সেতু অতিক্রম করে । একটি খুটিকে অতিক্রম করতে এর কত সময় লাগবে ?
A-25 সে.
B-12.5 সে.
C-30 সে.
D-42 সে.

উত্তর তালিকা-  1-C,2-D,3-C,4-D,5-A,6-A,7-D,8-B,9-B,10-B,11-B,12-B,13-D,14-B,15-C,16-D,17-B,18-C,19-B,20-B

আপনারা উপরের প্রশ্নগুলি PDF আকারে পেতে চাইলে নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন -

PDF File Details -
File Name- Primary Tet Practice Set 9
Format- PDF
Size-0.6 MB


No comments:

Post a Comment