Breaking

Wednesday 19 December 2018

Primary TET 2019 Practice Set Download [SET-12] - প্রাইমারি টেট প্রস্তুতি

West Bengal Primary TET 2019 Practice Set Download || প্রাইমারি টেট প্রশ্ন ও উত্তর || প্রাইমারি টেট পরীক্ষার নমুনা প্রশ্ন || Practice Set-12 :

Primary TET 2019 Practice Set Download || প্রাইমারি টেট প্রস্তুতি
Primary TET 2019 Practice Set Download / প্রাইমারি টেট প্রস্তুতি 


Hello Friends,
                   কেমন আছেন ?নিশ্চয়ই খুব ভালো।আপনারা খুব ভালো করেই জানেন যে,প্রাইমারি টেট পরীক্ষায় প্রতিযোগিতা কত বেশি,আর এই প্রতিযোগিতার মার্কেটে আপনি যাতে সফল হতে পারেন,তার জন্য আপনাদের সাথে শেয়ার করব প্রাইমারি টেট স্পেশাল প্র্যাকটিস সেট/West Bengal Primary TET 2019 Practice Set PDF Download Link.

প্রাইমারি টেট প্রস্তুতি – প্র্যাকটিস সেট - ১২

1.একজন শিক্ষকের পক্ষে কোনটা গুরুত্বপূর্ণ -
A-ক্লাসে শৃঙ্খলা বজায় রাখা
B-ক্লাসে সময় মতো উপস্থিত হওয়া
C-ছাত্রদের অসুবিধা দূর করা
D-ভালো বক্তা হওয়া

2.ছাত্রদের বিদ্যালয়ে খেলাধুলা করা উচিত, কারণ -
A-এটা তাদের শারীরিক দিক থেকে শক্তিশালী করবে
B-শিক্ষকদের কাজ এতে সহজ হবে
C-এটা সময় কাটাতে সাহায্য করবে
D-এর দ্বারা ছাত্রদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়

3.পরিবার হল একটি মাধ্যম -
A-বিধিবহির্ভুত শিক্ষার
B-প্রচলিত শিক্ষার
C-অপ্রচলিত শিক্ষার
D-দুরশিক্ষার

4.বিদ্যালয়ে অবসর সময়ে তুমি কি করবে -
A-শিক্ষকদের জন্য নির্ধারিত ঘরে বিশ্রাম নেবে
B-গ্রন্থাগারে পত্রিকা পড়বে
C-অফিসের করনিকের সঙ্গে কথা বলবে
D-ছাত্রদের বাড়ির কাজগুলি (হোমওয়ার্ক) পরীক্ষা করবে

5.প্রকৃতির আঁচল হল -
A-পর্বত
B-সমুদ্র
C-অরণ্য
D-সমভূমি

6.কোন প্রাণীর মাধ্যমে পৃথিবীতে মানুষের আবির্ভাব হয় ?
A-ডায়াটাম
B-বিসনয়ি
C-হারপি ঈগল
D-হোমিনিড

7.সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ?
A-বিহার
B-কেরল
C-পশ্চিমবঙ্গ
D-রাজস্থান

8.সাইলেন্ট ভ্যালি আন্দোলনের মূল কারণ -
A-বাসস্থান তৈরির পরিকল্পনা
B-বনভূমি সংরক্ষণ করার পরিকল্পনা
C-জলবিদ্যুৎ তৈরির পরিকল্পনা
D-পরিবহন ব্যবস্থার পরিকল্পনা

9.'বীরবল' ছদ্মনাম কোন লেখক গ্রহণ করেন -
A-প্রমথ নাথ বিশী
B-প্রমথ নাথ ঠাকুর
C-প্রমথ চৌধুরী
D-পূর্ণেন্দু পত্রী

10.'মানব সাগরের তীরে' ভ্রমণ মূলক রচনাটি কোন বিখ্যাত লেখকের রচনা -
A-শংকর
B-অতীন বন্দ্যোপাধ্যায়
C-তারাপদ রায়
D-বিক্রমন নায়ার

11.'তিতাস একটি নদীর নাম' এই উপন্যাসের রচয়িতা কে ?
A-মানিক বন্দ্যোপাধ্যায়
B-ঋত্বিক ঘটক
C-শক্তিপদ রাজগুরু
D-অদ্বৈত মল্লবর্মন

12.'শকল' শব্দের অর্থ কী -
A-মাছের কাঁটা
B-মাছের লেজ
C-মাছের আঁশ
D-মাছের তেল

13.He is a Superior _____me.
A-with
B-than
C-to
D-for

14.Sachin became a celebrity _____sixteen.
A-at
B-in
C-on
D-under

15.The train is bound____delhi.
A- to
B-in
C-for
D-about

16.Stick a stamp____the envelope.
A-in
B-within
C-under
D-on

17. A একটি কাজ 20 দিনে করতে পারে । A ও B একত্রে কাজটি করতে পারে 16 দিনে । B একা কাজটি করতে পারে -
A-40 দিনে
B-45 দিনে
C-60 দিনে
D-80 দিনে

18.4 জন লোক বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 12 দিনে করতে পারে । 16 জন লোক ও 10 জন স্ত্রীলোক কাজটি করে -
A-2 দিনে
B-4 দিনে
C-6 দিনে
D-8 দিনে

19.315 টাকার 40/3%, কত টাকার 100/3% – এর সমান ?
A-126
B-125
C-124
D-123

20.36 টাকার 25/2%=30 টাকার কত % ?
A-15%
B-16%
C-14%
D-13%

উত্তর তালিকা-  1-C,2-D,3-A,4-D,5-C,6-D,7-B,8-C.9-C,10-A,11-D,12-C,13-C,14-A,15-C,16-D,17-D,18-A,19-A,20-A

No comments:

Post a Comment