Breaking

Tuesday 4 December 2018

Environmental Studies Online Mock Test in Bengali || Sikshan Mandir / শিক্ষণ মন্দির

Environmental Studies Online Mock Test in Bengali  :

Environmental Studies Online Mock Test in Bengali
Environmental Studies Online Mock Test in Bengali

Hello Friends,
                       সবাই কেমন আছেন?আজ আপনাদের জন্য থাকলো, পরিবেশ বিজ্ঞান বিষয় থেকে একটি 20 নং এর Online Mocktest,যেটা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে।

ENVIRONMENT SCIENCE - OnlinMocktest-67


  1. ITCZ - এর পূর্ণ নাম কী ?

  2. ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল কনভাজেন্স জোন
    ইন্টার ট্রপিক্যাল কনভারজেন্ট জোন
    ইন্টার ট্রপিক্যাল কোনভারজেন্স জোন
    ইন্ট্রা ট্রপিক্যাল কনভারজেন্স জোন

  3. সমুদ্রপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুর ঘনত্ব ক্রমশ কী হয় ?

  4. ভারি হয়
    সমান থাকে
    বৃদ্ধি পায়
    হ্রাস পায়

  5. বর্তমান পরিবেশ দিবসের স্লোগান কী ?

  6. Think you global, act local
    Think globally, act locally
    Thank globally, act locally
    Talk globally, act locally

  7. চিপকো আন্দোলনের উদ্ভব কোথায় হয় ?

  8. কর্ণাটক
    উত্তরপ্রদেশ
    অসম
    ওড়িশা

  9. বিশ্ব পরিবেশ সম্মেলন প্রথম হয়েছিল কত খ্রিস্টাব্দে ?

  10. ১৯৭২
    ১৯৮২
    ১৯৮৭
    ১৯৯২

  11. যৌথ বনব্যবস্থা ভারতবর্ষে যেখানে প্রথম গৃহীত হয় -

  12. পশ্চিমবঙ্গে
    ছত্রিশগড়ে
    উত্তরাঞ্চলে
    মধ্যপ্রদেশে

  13. পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয়েছিল -

  14. নিউইয়র্কে
    স্টকহোমে
    নাইরোবিতে
    নয়াদিল্লিতে

  15. WHO - এর পুরো নাম কী ?

  16. World Health Organization
    World Help Organization
    World Hard Organization
    World Hippo Organization

  17. কোন গ্যাসটি ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ?

  18. মিথেন
    এম আই সি
    ক্লোরিন
    নাইট্রোজেন

  19. নিম্নলিখিতগুলির কোন কোনটির অক্সাইড থেকে অম্লবৃষ্টি ঘটে ?

  20. SO2
    NO2
    উভয়েই
    CO2




মক টেস্টটি দেওয়া হয়ে গেলে সঠিক উত্তর গুলি দেখে নিন -
1-B,2-B,3-A,4-B,5-D,6-A,7-B,8-A,9-B,10-C


No comments:

Post a Comment