Breaking

Friday 30 November 2018

D.El.Ed 2017-19 1st year (Part-1) Suggestion in Bengali PDF || WEST BENGAL || ডি.এল.এড. সাজেশন || Sikshan Mandir

D.El.Ed 1st year (Part-i) Suggestion in Bengali 2017-19 Batch || On Bengali Subject || PDF || WEST BENGAL || ডি.এল.এড. সাজেশন :

D.el.ed suggestion
D.El.Ed 2017-19 Suggestion PDF

Hello Friends,
                      কেমন আছেন ? এর উত্তরে আপনি নিশ্চয়ই বলবেন - "টেনশনে আছি"।আর এটা বলার কারনটা আমরা খুব ভালো করেই জানি।আমরা জানি যে, আপনি একজন ডি.এল.এড.(2017-19) প্রথম বর্ষের ছাত্র/ছাত্রী,আর সামনে পরীক্ষা,কিন্তু কোনটা  মুখস্থ করবেন আর কোনটা করবেন না সেটা ভেবে উঠতে পারছেন না।তো আপনাদের এই সমস্যা দূর করতে আপনাদের সাথে শেয়ার করব ডি.এল.এড. প্রথম বর্ষের বাংলা বিষয়ের ওপর কিছু সাজেশন/D.El.Ed Suggestion On Bengali Subject PDF,যেগুলো আপনারা পড়লে আশা করা যায় পরীক্ষায় কমন পেলেও পেতে পারেন,অন্যদের মত কখনই বলবনা যে, "আমার দেওয়া সাজেশন গুলোই পরীক্ষায় আসবে"।তবে হ্যাঁ আপনাদের সাথে যে সমস্ত প্রশ্ন গুলি অর্থাৎ সাজেশন প্রশ্ন গুলি শেয়ার করব,সেগুলি খুবই গুরুত্বপূর্ণ,তাই বলব বেশি সময় নষ্ট না করে সাজেশন প্রশ্ন গুলি দেখে নিন,আর আপনারা চাইলে এটির PDF FILE -ও ডাউনলোড করে নিতে পারেন,যাতে আপনি অফলাইনেও এই সকল প্রশ্ন গুলো খুব সহজেই দেখে নিতে পারবেন ।


ডি.এল.এড. সাজেশন (বাংলা)


প্রশ্নের মান -২

১. মাতৃভাষা কাকে বলে ?

২. মাতৃভাষায় দক্ষতা অর্জন বলতে কি বোঝায় ?

৩. ব্যাকরণ কাকে বলে ?

৪. ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য কি ?


৫. ভাষা আয়ত্তীকরণ বলতে কি বোঝো ?
৬. কোন পাঠে সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায় ?

৭. স্বাদনা পাঠের বিশেষত্ব কি ?

৮. অনুবন্ধ পদ্ধতি কাকে বলে ?

৯. চর্বনা পাঠ কাকে বলে ?

১০. আরোহী পদ্ধতি কি ?

১১. অধ্যাপক সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার কোন বইতে বাংলা বানানের সমস্যার স্বরূপ ব্যক্ত করেছেন ?

১২. নিরবচ্ছিন্ন মূল্যায়নের দুটি প্রয়োজনীয়তা লেখো ?

১৩. ভালো হাতের লেখার দুটি বৈশিষ্ট্য লেখো ?  

১৪. ভালো পাঠকের দুটি বৈশিষ্ট্য লেখো ?

১৫. সরব পাঠের দুটি সুবিধা লেখ ?

১৬. অনুবাদ বা তরজমা কাকে বলে ?

১৭. সৃজনধর্মী ভূমিকার বৈশিষ্ঠ্য কী?

১৮. ব্যাকরণ শেখার ক্ষেত্রে কোন পদ্ধতি শ্রেষ্ঠ এবং কেন?

১৯. আদর্শ ছেলের প্রধানত কোন কোন বৈশিষ্ট্য এর অধিকারী হতে হবে ?

২০. সাধারণ শিক্ষণ বা ব্যাপ্ত শিক্ষণের এবং অনুশিক্ষণের দুটি পার্থক্য লেখো ?

২১. পাঠ পরিকল্পনার দুটি প্রয়োজনীয়তা লেখ ?


প্রশ্নের মান – ৭

১. উদাহরণসহ ব্যাকরণ শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি গুলো আলোচনা করুন?

২. ব্যাকরণ পাঠকে আকর্ষনীয় করার জন্য একজন শিক্ষক হিসাবে তুমি কোন পদ্ধতি বেছে নেবে ? সেই পদ্ধতির বৈশিষ্ঠ্য গুলি উল্লেখ করো ?

৩. সবর পাঠ ও নীরব পাঠের তুলনামূলক আলোচনা করুন?

৪. বানান ভুলের মনস্তাত্ত্বিক কারণ গুলি ব্যাখ্যা করো ?

৫. শ্রবনের প্রকৃতি কয় প্রকার ও কি কি ? এবং সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন ?

৬. অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ গুলি আলোচনা কর ?

৭. ভাষা আত্তীকরণ কাকে বলে?এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি?

৮. গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কি কি ? প্রতিটি প্রকারের সংক্ষিপ্ত পরিচয় দাও ?

৯. মাতৃভাষা শিক্ষার প্রয়োজনীতা গুলি লিখুন ?

১০. যোগাযোগ ও চিন্তনের মাধ্যম হিসেবে ভাষার ভূমিকা গুলি লিখুন ?

১১. পারদর্শিতার অভিক্ষা গঠনের নীতি গুলো লিখুন ?

১২. শিক্ষাক্ষেত্রে শ্রবণের ভূমিকা গুলি লিখুন ?

১৩. হস্তলিপি ও বানানবিধি কেন অনুকরণ যোগ্য লিখুন ?

১৪. ব্যাকরণ শিক্ষাদানের সুবিধা ও অসুবিধা গুলি লিখুন ?

১৫.কর্মপত্র বা কাজের পাতার সুবিধা গুলি লেখ ?

১৬. পাঠ পরিকল্পনার সুবিধা গুলি আলোচনা কর ?

১৭. আদর্শ পাঠ কি ? আদর্শ পাঠের বৈশিষ্ঠ্য গুলি আলোচনা কর ?


প্রশ্নের মান – ১৬

১. বাংলা ব্যাকরণের গুরুত্ব ও প্রয়োজনীতা সম্পর্কে আলোচনা করুন?

২. মাতৃভাষা কি ? মাতৃভাষা শিক্ষাদানের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি পধ্হতির নাম লেখ এবং যেকোনো একটি পদ্ধতি সম্মন্ধে বিস্তারিত আলোচনা কর ?

৩. যেকোনো একটি ব্যাপ্ত পাঠ পরিকল্পনা (প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত) ?

নিচের দেওয়া লিংক থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন -

PDF File Details-
File Name- D.El.Ed - Suggestion - Bengali - Part-1  (2017-19)
Format- PDF
Size-0.5 MB
Click Here To Download

নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি এই সাজেশন গুলি আপনাদের একটুকু হলেও সাহায্য করে থাকে,আর খুব শীঘ্রই আমরা বাকি বিষয় গুলির সাজেশন দেওয়ার চেষ্টা করব 


2 comments: