Breaking

Thursday 25 October 2018

Environment Studies MCQ pdf in Bengali || For Primary Tet/Ptet Exam || পরিবেশ বিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর

Environment Studies MCQ pdf in Bengali

Environment Studies MCQ pdf in Bengali

Hello Friends,

                   প্রাইমারী টেট[Primary Tet] পরীক্ষা ও অন্যান্য  প্রতিযোগিতামূলক[Competitive Exam] পরীক্ষায় পরিবেশ বিদ্যা/পরিবেশ বিজ্ঞান [Environmental Studies] থেকে অনেক প্রশ্ন এসে থাকে,আর সেই প্রশ্নগুলির সাথে যাতে আপনি সহজেই মোকাবিলা করতে পারেন,সেই জন্যই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো পরিবেশ বিদ্যা থেকে ২৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর-এর একটি পিডিএফ/Environment Studies MCQ pdf in Bengali.




তবে তা ডাউনলোড করার আগে PDF file টির মধ্যে কি রকম প্রশ্ন থাকছে দেখে নিন-

১. জোয়ারের কত সময় পর ভাঁটা হয়-
ক. ৬ ঘন্টা ১৩ মিনিট
খ. ৮ ঘন্টা
গ. ১২ ঘন্টা
ঘ. ১৩ ঘন্টা ১৫ মিনিট

২. সমুদ্র স্রোতের অন্যতম কারণ-
ক. বায়ু প্রবাহের প্রভাব
খ. সমুদ্রের পানিতে তাপের পরিচলন
গ. সমুদ্রের ঘূর্ণিঝড়
ঘ. সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য

৩. পৃথিবীতে কয়টি মাহাসাগর আছে-
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি

৪. নিরক্ষীয় অঞ্চলের জল-
ক. উষ্ণ ও হালকা
খ. উষ্ণ ও ভারী
গ. শীতল ও হালকা
ঘ. শীতল ও ভারী

৫. গভীরতম মহাসাগর-
ক. প্রশান্ত মহাসাগর
খ. ভারত মহাসাগর
গ. দক্ষিণ মহাসাগরে
ঘ. উত্তর মহাসাগর

৬. কোনটি বায়ুর উপাদান নয়-
ক. নাইট্রোজেন
খ. হাইড্রোজেন
গ. কার্বন
ঘ. ফসফরাস

৭. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত-
ক. ২০.০১%
খ. ২১.০১%
গ. ২১.০৭%
ঘ. ২০.৭১%

৮. বায়ুমণ্ডলের স্তর কয়টি-
ক. ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি

৯. বায়ুর কোন উপাদান জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজনীয়-
ক. নাইট্রোজেন
খ. অক্সিজেন
গ. জলীয় বাষ্প
ঘ. কার্বন ডাই অক্সাইড

১০. বায়ুর কার্বন ডাই-অক্সাইড এর পরিমাণ কত-
ক. ০.০৩৫%
খ. ০.০২৮%
গ. ০.০০০০২%
ঘ. ০.০০০০০২%

  সম্পূর্ণ পিডিএফ-টি  নিচের দেওয়া লিংক থেকে  ডাউনলোড করে নিন –


PDF File Details-
File Name- Environment Studies MCQ pdf in Bengali
Format- PDF
Size-0.5 MB

No comments:

Post a Comment