Breaking

Monday 15 October 2018

Child Study And Child Development Questions Answers PDF In Bengali For Primary Tet/CTET And D.El.Ed Exam || শিশুশিক্ষা প্রশ্ন ও উত্তর

Child Study And Child Development Questions Answers PDF In Bengali :-

Child Study And Child Development Questions Answers PDF In Bengali

                   কেমন আছেন আপনারা?নিশ্চয়ই খুব ভালো। আপনারা নিশ্চয়ই খুব ভালো করেই জানেন যে,প্রাইমারী টেট/primary tet,Ctet এবং D.El.Ed পরীক্ষায় শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব থেকে নানারকম প্রশ্ন এসে থাকে,আর সেই সময় সেই সকল প্রশ্নের সাথে আপনার যাতে সহজেই মোকাবিলা করতে পারেন,সেই জন্যই আজ আমরা আমাদের সাথে শেয়ার করবো 100টি প্রশ্নোত্তরের একটি পিডিএফ ফাইল/Child Study and Development Question-Answers PDF.
Hello Friends,



তবে আপনারা PDF-টি ডাউনলোড করা আগে,কিছু নমুনা দেখে নিন –
  1. স্কিমা কি →স্কিমা হলো কোনো মুহুর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন 
  2. কোনো শিক্ষার্থী দেরী করে আসলে,আপনি একজন শিক্ষক হিসাবে কি করবেন → দেরী করার কারণ জিজ্ঞাসা করব
  3. স্মার্ট ক্লাস রাম বলতে কি বোঝো → শিক্ষার্থীদের সক্রিয়ভাবে শিক্ষকের আলোচনায় অংশগ্রহণ 
  4. ব্যাকরণ শিক্ষাদানে কোন পদ্ধতি শ্রেষ্ঠ → আরোহী পদ্ধতি 
  5. বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে → গান্ধীজি 
  6. শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তক কে →রুশো 
  7. শ্রীনিকেতন ব্যবস্থা কোথায় রয়েছে →শান্তিনিকেতনে 
  8. বুদ্ধি বাছাই তত্বের প্রবর্তক কে →থমসন 
  9. 'বিদ্যালয় হল সমাজের ক্ষুদ্র সংস্কার'-এটি কে বলেছেন → জন ডিউই 
  10. এমিল গ্রন্থটি কার → রুশো

নিচের দেওয়া লিংক থেকে আপনারা সম্পূর্ণ PDF-টি ডাউনলোড করে নিন –


PDF File Details-
File Name- Child Study & Development
Format- PDF
Size-0.5 MB
Click Here To Download


No comments:

Post a Comment