Breaking

Monday 29 October 2018

ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের জন্য প্রদত্ত সম্মানগুলির নামের তালিকা PDF || List of the honors given for the bravery of the Indian Army

 List of the honors given for the bravery of the Indian Army :- 

ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের জন্য প্রদত্ত  সম্মানগুলির নামের তালিকা

Hello Friends,
      কেমন আছেন আপনারা সকলে?নিশ্চয়ই খুব ভালো।আজ আপনাদের সাথে শেয়ার করবো ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের জন্য প্রদত্ত  সম্মানগুলির নামের তালিকা PDF ,তাই বেশি দেরি না করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন -


ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের জন্য প্রদত্ত সম্মান গুলি


১.পরমবীর চক্র :- সেনাবাহিনীতে এটিই সর্বোচ্চ সম্মান ও পুরস্কার।স্থল যুদ্ধে,জল যুদ্ধে বা আকাশে বিমান যুদ্ধে শত্রুর বিরুদ্ধে অসাধারণ সাহস প্রদর্শন বা আত্মবলিদানের জন্য

২.মহাবীর চক্র :- সেনাবাহিনীতে এটি দ্বিতীয় সম্মান ও পুরস্কার।স্থল যুদ্ধে,জল যুদ্ধে বা আকাশে বিমান যুদ্ধে শত্রুর বিরুদ্ধে অসাধারণ সাহস প্রদর্শন বা আত্মবলিদানের জন্য।

৩.বীর চক্র :- সেনাবাহিনীতে এটি তৃতীয় সম্মান ও পুরস্কার।স্থল যুদ্ধে,জল যুদ্ধে বা আকাশে বিমান যুদ্ধে শত্রুর বিরুদ্ধে অসাধারণ সাহস প্রদর্শন বা আত্মবলিদানের জন্য ।

                     ১৯৮৮ থেকে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীতে আরো দুটি বীরত্বের স্বীকৃতি সূচক পুরস্কার প্রবর্তন করেছেন -৪. উত্তম যুদ্ধ সেবা পদক,৫. যুদ্ধ সেবা পদক।এদের মর্যাদা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্তরের

৬.অশোক চক্র :- জলে,স্থলে বা আকাশে অসাধারণ শৌর্য,বীরত্ব,আত্মত্যাগের সাহসের স্বীকৃতি হিসাবে এই পদক দেওয়া হয়।যোগ্যতা ও মন অনুসারে এই পুরস্কার তিনটি স্তরে ভাগ করা হয়েছে - অশোক,কীর্তি ,শৌর্য

File Details-
File Name- ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের জন্য প্রদত্ত সম্মানগুলির নামের তালিকা
Format- PDF
Size-0.4 MB
Click Here To Download

No comments:

Post a Comment