Breaking

Sunday 21 October 2018

ভারতীয় সংবিধান সংক্রান্ত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || Indian Constitution -Questions and Answers

ভারতীয় সংবিধান সংক্রান্ত্র গুরুত্বপূর্ণ  প্রশ্ন ও উত্তর
ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ও উত্তর -

১. ভারতীয় সংবিধানের সংশোধনীর ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?
→ দক্ষিণ আফ্রিকা

২. ভারতের জাতীয় পতাকা কবে ভারতীয় জনগণকে উৎসর্গ করা হয়?
→ ১৪ই আগস্ট,১৯৪৭

৩. ভারতের সংবিধানে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি পাওয়া যায়?
→ নির্দেশাত্মক নীতিসমূহে

৪. ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগ পত্র জমা দেবেন -
→ উপরাষ্ট্রপতিকে

৫. ভারতীয় সংবিধানের কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না?
→ সকল ধর্মের প্রতি সহমত পোষণ

৬. ভারতীয় সংবিধানের রাজ্যসভার মেয়াদ কত বছর?
→ ৬ বছর

৭. ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি?
→ ছয়টি

৮. সংবিধানের প্রস্তাবনায় ৪২তম সংশোধনে কোনটি যুক্ত হয়েছে?
→ সার্বভৌম সমাজবাদী

৯. ভারতের সংবিধান অনুযায়ী কোনো রাজ্যপালকে -
→ রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন

১০. ভারতীয় সংবিধানে কোন দেশের সংবিধানের প্রভাব সর্বাধিক দেখা যায়?
→ ব্রিটেনের

No comments:

Post a Comment