Breaking

Sunday 30 September 2018

Online Mock test on Reasoning in Bengali for all Competitive Exam || Bangla Reasoning || বাংলা রিজনিং || অনলাইন মকটেস্ট || শিক্ষণ মন্দির

Hello Friends,
                          কেমন আছেন?নিশ্চয়ই খুব ভালো।
            আপনি নিশ্চয়ই একজন Competitive পরীক্ষার্থী?তো বলুন যে পরীক্ষার জন্য প্রস্তুতি কি রকম নিচ্ছেন?আশা করছি নিশ্চয়ই খুব ভালো রকম।
        চলুন আপনাদের প্রস্তুতিকে আরো একটু সমৃদ্ধশালী করে তোলা যাক।
         আপনাদের জন্য থাকলো  20 নাম্বারের একটি অনলাইন মকটেস্ট,রিজনিং এর উপর।


Reasoning Test (Mocktest No-46)


  1. 4pm আর 10pm –এর মধ্যে ঘড়ির কাঁটা দু’টি মোট কতবার সমকোণী হবে?

  2. 9
    10
    11
    12

  3. অরিত্র ছবির একটি মেয়েকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, “ইনি আমার দাদুর একমাত্র কন্যার কন্যা”।অরিত্রর সঙ্গে মহিলার সম্পর্ক কী?

  4. বোন
    নাতনী
    স্ত্রী
    কন্যা

  5. A, B, C তিন বোন। D হল E-র ভাই। E হল B-র ভাই। তা হল D-এর সঙ্গে A-এর সম্পর্ক কী?

  6. মা-ছেলে
    ভাই-বোন
    দুই বোন
    কোনোটিই নয়

  7. মাম্পি বাড়ি থেকে উত্তরাভিমুখে 10 কিলোমিটার সাইকেলে চলে ডানদিকে আবার 10 কিলোমিটার পথ অতিক্রম করল।সে পুনরায় 10 কিলোমিটার বাঁদিকে চলল। এখন সে বাড়ি থেকে কতদূরে আছে?

  8. 5 কিলোমিটার
    10 কিলোমিটার
    20 কিলোমিটার
    30 কিলোমিটার

  9. অজানা সংখ্যাটি নির্ণয় কর – 12, 20, 30, ?, 56

  10. 39
    40
    41
    42

  11. নীচের কোনটি বাকিগুলির থেকে আলাদা?

  12. পেন
    মার্কার পেন
    পেনসিল
    ঝর্ণা পেন

  13. সুতো আর কাপড়ের যে সম্পর্ক, তারের সঙ্গে ________ তেমনই সম্পর্ক।

  14. দড়ি
    জাল
    কঠিন
    ধাতু

  15. যদি vowels ইংরাজি বর্ণমালা থেকে বাদ দেওয়া হয়, তা হলে শুরু থেকে 10তম বর্ণ কোনটি?

  16. p
    q
    m
    t

  17. গরু : গোয়াল, মানুষ : ?

  18. রেস্তোরাঁ
    খামার
    বাড়ি
    আস্তাবল

  19. যদি play শব্দটিকে KOZB দ্বারা প্রকাশ করা হয়, তবে write শব্দটিকে কী দ্বারা প্রকাশ করা হবে?

  20. RMDC
    RLBLT
    DIRGV
    DHQGV




আরো অনলাইন মকটেস্ট দিতে Click Here

আরো জানুন-↓

ইতিহাস থেকে 900টি প্রশ্ন
→ অঙ্ক সমাধান(750টি)
গাণিতিক সূত্র(৫০০+)

আমাদের পোস্টগুলি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন●


No comments:

Post a Comment