Breaking

Friday 24 August 2018

General Knowledge About Ishwar Chandra Vidyasagar PDF In Bengali| সাধারণ কিছু প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে | সাধারণ জ্ঞান pdf | Gk in Bengali


আজ আপনাদের জন্য থাকলো সাধারণ জ্ঞান অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কিছু সাধারণ প্রশ্নোত্তর-

আপনি জানতেন কি?
মধু একমাত্র খাবার,যা কখনো নষ্ট হয় না।

পিডিএফ ফাইল ডাউনলোড লিংক এই পেজের নিচে পেয়ে যাবেন,তার আগে প্রশ্নোত্তর গুলি দেখে নিন👇



১। বিদ্যাসাগর কোন সালে জন্মগ্রহন করেন?
উঃ ১৮২০ সালে।

২। বিদ্যাসাগর উপাধি দেয়া হয় কোথা থেকে?
উঃ সংস্কৃত কলেজ থেকে।

৩। বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে?
[৩১ তম বিসিএস]
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৪। বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্ন প্রথম স্থাপন করেন কে?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৫। ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম কি কি? [২১ তম বিসিএস]
উঃ ’প্রভাবতী সম্ভাষণ’, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা।

৬। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নাম কি কিঃ
উঃ- বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস।

৭। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
উঃ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)

৮। ঈশ্বরচন্দ্রের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের অনুবাদ?
উঃ ‘কমেডি অব ইররস’।

৯। বিদ্যাসাগর রচিত ব্যাকরণগ্রন্থের নাম কি?
উঃ ব্যাকরণ কৌমুদী।

১০। বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন?
উঃ বিধবা বিবাহ আন্দোলন।

১১। বিদ্যাসাগর কোন সালে মৃত্যুবরণ করেন?
উঃ ১৮৯১ সালে।

☝️ উপরের প্রশ্ন গুলি পিডিএফ আকারে পেতে নিচের দেওয়া ডাউনলোড বাটামে ক্লিক করুন👇

File Details-
File Name- Gk about 
Type- pdf
Drive- google
Size- 0.5 mb
Click Here To Download The PDF File


No comments:

Post a Comment