Breaking

Monday 11 June 2018

বাংলা - ফ্রি অনলাইন মকটেস্ট | Free Online Mocktest On Bangla For Primary Tet and All Competitive Exam

হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আপনারা নিশ্চয়ই Primary Tet বা Railway Group D পরীক্ষা দেবেন?আর সেই জন্যই আপনারা আমাদের সাইটে ভিসিট করেছেন।তাহলে বলবো,আপনারা ঠিক জায়গাতেই আসে উপস্থিত হয়েছেন।


        আজ আপনাদের জন্য থাকলো,বাংলা বয়সের উপর একটা অনলাইন মকটেস্ট।অনেকেরই পছন্দের বিষয় এটা।         




নিচের দেওয়া পাঠটি পড়ে সঠিক উত্তর দিন।আশা করছি সকলেই Full Number পাবেন।তো চলুন আর বেশি দেরি না করে নিজেই নিজেকে যাচাই করে নিন।আর দেখে নিন আপনি পরীক্ষার জন্য কতটা প্রস্তুত।

আজকের মকটেস্ট - নং-6

বিষয়- বাংলা

পূর্ণমান -১০

সময় - ৫ মিনিট

বোধশক্তির পরীক্ষা-


বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই।কেবল যাহা নিজের আবশ্যক তাহা কণ্ঠস্থ করিতেছি।তেমনি করিয়া কোনোমতে কাজ চলে মাত্র।কিন্তু মনের বিকাশলাভ হয়না । হাওয়া খাইলে পেট ভরে না। আহার করিলে পেট ভরে,কিন্তু আহারাদি হজম করিবার জন্যও হওয়া খাওয়া আবশ্যক।আনন্দের সহিত পড়িতে পড়িবার শক্ত অলক্ষিতভাবে বৃদ্ধি  পাইতে থাকে ।গ্রহনশক্তি,ধারনাশক্তি,চিন্তাশক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে বল লাভ করে।●

আগে উপরের ☝️পাঠটিকে ভালোভাবে পড়ুন,তারপর উত্তর দিন●



  1. উল্লেখিত অংশটুকু কোন্ ভাষায় রচিত হয়েছে?

  2. সাধু ভাষায়
    চলিত ভাষায়
    সাধু ও চলিত মিশ্রনে
    কয়েকটি শব্দ চলিতে অন্য সকল অংশই সাধু ভাষায়

  3. উল্লেখিত প্রবন্ধ অংশ অনুসারে এদেশে প্রচলিত শিক্ষার সাথে কোন বিষয়ের সংযোগ নেই?

  4. শিক্ষার আত্তীকরণ
    শিক্ষার মাধ্যমে মানসিক তৃপ্তি
    শিক্ষার গ্রহনশক্তি
    চিন্তাশক্তি

  5. উল্লেখিত প্রবন্ধ অংশে কোন্ শব্দটির সাথে মুখস্থ সম্পর্কযুক্ত?

  6. আহারাদি
    ধারনাশক্তি
    কণ্ঠস্থ
    গ্রহণ ক্ষমতা

  7. শিক্ষার মূল উদ্দেশ্য কী উল্লেখিত অংশ অনুযায়ী?

  8. গ্রহণ শিক্ষার বৃদ্ধিকরণ
    ধারণা শক্তির বৃদ্ধিকরণ
    বিকাশলাভ
    চিন্তা শক্তির বৃদ্ধিকরণ

  9. উল্লেখিত প্রবন্ধ অংশে কোন শব্দটির অর্থ আত্তীকরণ -এর সাথে সামঞ্জস্যপূর্ণ?

  10. আহারাদি
    হজম
    কণ্ঠস্থ
    আনন্দ




আপনার যদি কোনো উত্তর ভুল হয়ে থাকে,তাহলে এই pageএর নিচে গিয়ে সঠিক উত্তরটি কি সেটা দেখে নিন।

★ কত নাম্বার পেলেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানান এবং তার সাথে এটাও জানান যে মকটেস্টটা আপনাদের কেমন লাগলো?
         আপনাদের কমেন্টই পারে,আমাদের উৎসাহ জোগাতে।আর আপনার বলুন যে,কোন বিষয়ের উপর আপনারা বেশি বেশি করে মকটেস্ট দিতে চান।


সঠিক উত্তরের তালিকা - ক,খ,গ,গ,খ

             আপনি যদি আমাদের আগের মকটেস্ট গুলি মিস করে থাকেন।তাহলে আমাদের Homepage এ গিয়ে ওই মকটেস্ট গুলো দিয়ে দিন।

●এই ধরনের মকটেস্ট আরো দেওয়ার জন্য প্রতিদিন অনাদের সাইটে ভিসিট করুন●

                         ●Thank You●

No comments:

Post a Comment