Breaking

Wednesday 27 February 2019

পশ্চিমবঙ্গ জিকে PDF - West Bengal GK in Bengali PDF Download

পশ্চিমবঙ্গ জিকে পিডিএফ | পশ্চিমবঙ্গ বিষয়ক সাধারণ জ্ঞান - West Bengal GK in Bengali PDF Download for Competitive Exams 


হ্যালো বন্ধুরা,
                 আজ আপনাদের সাথে শেয়ার করবো পশ্চিমবঙ্গ সম্পর্কিত ১১০টি গুরুত্বপূর্ণ তথ্য বা প্রশ্নাবলী/পশ্চিমবঙ্গ বিষয়ক সাধারণ জ্ঞান,যেটি আপনাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে।

কিছু নমুনা : 

১. কত খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় ?
উত্তর : ১৯৪৭ সালে 

২. পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত ?
উত্তর : পূর্বদিকে 

৩. ভারতের রাজ্যগুলির মধ্যে আয়তনে পশ্চিমবঙ্গ কত তম স্থান অধিকার করেছে ?
উত্তর : ১৩তম 

৪. পশ্চিমবঙ্গের সরকারী ভাষা কি ?
উত্তর : বাংলা 

৫. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ?
উত্তর : কলকাতা 

৬. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর : সান্দাকফু 

৭.  পশ্চিমবঙ্গের কোথায় চুনাপাথর পাওয়া যায় ?
উত্তর : পুরুলিয়ার ঝালদায় 

৮. পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির ?
উত্তর : উষ্ণ ও আর্দ্র প্রকৃতির 

৯. পশ্চিমবঙ্গের কোথায় রবার চাষ হয় ?
উত্তর : জলপাইগুড়িতে 

১০. 'পশ্চিমবঙ্গের দোসর' কোন রাজ্যকে বলা হয় ?
উত্তর : ত্রিপুরা 

File Details- 
File Name - 110 West Bengal GK
Type -pdf
Size - 2 MB
Click Here To Download

আরো PDF ডাউনলোড করুন :

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন 

No comments:

Post a Comment