Breaking

Wednesday 6 February 2019

ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর - Download Geography MCQ PDF in Bengali

ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর - Download Geography MCQ PDF in Bengali (পর্ব:3):

ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর - Download Geography MCQ PDF in Bengali
ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর - Download Geography MCQ PDF in Bengali

হ্যালো বন্ধুরা,
                 আজও আপনাদের জন্য থাকলো ভূগোল বিষয় থেকে বাছাই করা ২০টি MCQ প্রশ্ন ও উত্তরের পিডিএফ,যেটা আপনাকে wbcs,rail,ssc,mts,psc ইত্যাদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষনভাবে সাহায্য করবে।


কিছু নমুনা -


১. নদিঘাত সংলগ্ন অঞ্চলে ভৌমজল পৃষ্ঠের অবস্থান ভূ-প্রকৃতির সঙ্গে কিরূপ হয় ?
ক) উত্তল
খ) অবতল 
গ) সমান্তরাল
ঘ) অনুভূমিক

২. উচ্চভূমি অংশে ভৌমজল পীঠের অবস্থান ভূপ্রকৃতির সাপেক্ষে কিরূপ হয় ?
ক) উত্তল 
খ) অবতল
গ) সমান্তরাল
ঘ) অনুভূমিক

৩. যে ভৌমজল তলের নীচে অবস্থিত জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায়, তাকে বলে –
ক) ভাদোস স্তর
খ) কৈশিক স্তর
গ) মাটি – জল স্তর
ঘ) স্থায়ী সম্পৃক্ত স্তর 

৪. ভৌমজল তলের ওঠানামা সীমার মধ্যবর্তী অংশকে বলা হয় –
ক) সাময়িক সম্পৃক্ত স্তর 
খ) স্থায়ী সম্পৃক্ত স্তর
গ) ভাদোস স্তর
ঘ) মাটি – জল স্তর

৫.  নীচের যে বৈশিষ্ট্যটি ভাদোস স্তরে দখা যায় তা হল –
ক) সব সময় সম্পৃক্ত থাকে
খ) সারা বছর জল পাওয়া যায়
গ) কখনই সম্পৃক্ত হয়না 
ঘ) জল তলের নীচে অবস্থান করে

৬. অ্যাকুইফারের যে অংশ ভৌমজল পীঠের ওপরে অনস্থান করে তা হল –
ক) মাটি – বায়ু স্তর
খ) সম্পৃক্ত স্তর
গ) কৈশিক স্তর
ঘ) ভাদোস স্তর 

৭. নীচের কন বক্তব্যটি কৈশিক স্তরের জন্য প্রযোজ্য নয় ? এই স্তরটি –
ক) ভাদোস স্তরের সর্বনিম্ন স্তর
খ) ভৌমজল পীঠের থিক ওপরের অংশ
গ) মাটি – বায়ুতে পূর্ণ 
ঘ) কৈশিক প্রক্রিয়ায় জল উঠে এসে মাটি কণার গায়ে লেগে থাকে

৮. অ্যাকুইফারের যে অংশটি পৃষ্ট টানের প্রভাবে সিক্ত হয়,তাকে বলা হয় –
ক) মাটি – জল স্তর
খ) কৈশিক স্তর 
গ) মাটি – বায়ু স্তর
ঘ) সম্পৃক্ত স্তর

৯. মুক্ত অ্যাকুইফারের যে গভীরতা পর্যন্ত গাছের শিকড় পৌঁছায় সেই গভীরতা পর্যন্ত সৃষ্ট স্তরটি হল –
ক) মাটি – জল স্তর 
খ) মাটি – বায়ু স্তর
গ) কৈশিক স্তর
ঘ) ভাদোস স্তর

১০. ভৌমজলের পূরণ যে ঋতুতে সবচেয়ে বেশি হয় তা হল –
ক) শীত ঋতু
খ) গ্রীষ্ম ঋতু
গ) বর্ষা ঋতু 
ঘ) বসন্ত ঋতু


নিচের দেওয়া লিঙ্কে থেকে আপনারা PDF ফাইলটি ডাউনলোড করে নিন,ওতে আপনারা সব প্রশ্নগুলি উত্তরসহ পেয়ে যাবেন -

File Details- 
File Name - 20Geo MCQ-Part-iii
Type -pdf
Size - 1 MB
Click Here To Download

1 comment: