Breaking

Wednesday 2 January 2019

Math/অঙ্ক Online Mock Test in Bengali For Competitive Exams

Math/অঙ্ক Online Mock Test in Bengali For Competitive Exams || Math Practice Set :

Math/অঙ্ক Online Mock Test in Bengali For Competitive Exams
Math/অঙ্ক Online Mock Test in Bengali For Competitive Exams 

Hello Friends,
                       সবাই কেমন আছেন?আজ আপনাদের জন্য থাকলো, অঙ্ক/গণিত - বিষয় থেকে একটি 20 নং এর Online Mock test,যেটা আপনাকে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে।


Mathematics - Online Mocktest-77


  1. ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20,42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে -

  2. 1241
    1261
    1259
    1239


  3. তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 এবং তাদের গ.সা.গু. 12 হলে,তাদের ল.সা.গু. কত -

  4. 72
    96
    192
    144


  5. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261,933 এবং 1381-কে ভাগ করলে সর্বক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে -

  6. 31
    52
    32
    42


  7. দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:16,তাদের বাহুদের অনুপাত কত -

  8. 5:4
    4:5
    25:9
    9:16


  9. দুটি সংখ্যার অনুপাত 3:4,প্রত্যেক সংখ্যার সঙ্গে 4 যোগ করলে,অনুপাত হয় 5:6;সংখ্যা দুটি কত -

  10. 6,8
    12,16
    18,24
    24,32

  11. আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 20% হ্রাস করা হলে,ক্ষেত্রফলের পরিবর্তন হয় -

  12. 8% হ্রাস
    8% বৃদ্ধি
    12% হ্রাস
    12% বৃদ্ধি


  13. কত লিটার জল মিশ্রিত করলে 5লিটার দ্রবণে দুধের পরিমান 45% থেকে কমে 25% হবে -

  14. 3 লিটার
    2 লিটার
    4 লিটার
    4.5 লিটার


  15. 31-কে এমন দুটি অংশে ভাগ কর,যার একটি অংশ অপরটির 24% হয়;তবে সংখ্যা দুটি -

  16. 25,6
    24,7
    22,9
    27,4


  17. পরপর 6টি জোড় সংখ্যার গড় 7 হলে,বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত -

  18. 10
    11
    8
    7


  19. সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে,বার্ষিক কত সুদের হারে আসলের 1/4 অংশ সুদ হবে -

  20. 6%
    4%
    5%
    10%





মক টেস্টটি দেওয়া হয়ে গেলে সঠিক উত্তর গুলি দেখে নিন -  1-B,2-D,3-C,4-A,5-A,6-C,7-C,8-A,9-A,10-C

No comments:

Post a Comment