Breaking

Sunday 6 January 2019

প্রাইমারি টেট পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর - Primary Tet Practice Set 15 in Bengali

প্রাইমারি টেট পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর - Primary Tet Practice Set 15 in Bengali :



প্রাইমারি টেট পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর - Primary Tet Practice Set 15 in Bengali
প্রাইমারি টেট পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর - Primary Tet Practice Set 15 in Bengali


Hello Friends,
                   কেমন আছেন ?নিশ্চয়ই খুব ভালো।আপনারা খুব ভালো করেই জানেন যে,প্রাইমারি টেট পরীক্ষায় প্রতিযোগিতা কত বেশি,আর এই প্রতিযোগিতার মার্কেটে আপনি যাতে সফল হতে পারেন,তার জন্য আজ আমরা সাথে  শেয়ার করছি প্রাইমারি টেট পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর West Bengal Primary TET Practice Set.

1.শিশুর বাবা-মা শিক্ষার জন্য কিরূপ ভূমিকা পালন করেন -

  • অতিসক্রিয়
  • সহানুভূতিশীল
  • নিরপেক্ষ
  • ঋণাত্মক


2.'বিকাশ একটি সমাপ্তিহীন প্রক্রিয়া'―এটি কোন তত্ত্বের অনুসারী -

  • সমাকলন তত্ত্ব
  • ধারাবাহিকতার তত্ত্ব
  • মিথস্ক্রিয়ার তত্ত্ব
  • আন্তঃসম্পর্কিত


3.শিশুরা কোন সময় নিশ্চল জ্ঞান অর্জন করে -

  • বিদ্যালয়ে শিক্ষক যখন পড়ান
  • পিতামাতা পড়ালে
  • শিশুরা নিজেরা কিছু পড়লে
  • কোনোটিই নয়


4.শিক্ষনে 'অন্তরদৃষ্টি তত্ত্বের'(Insight Theory) কে দিয়েছেন -

  • জিন পিগেট
  • স্কিনার
  • প্যাভলভ
  • জেস্টল তাত্ত্বিকরা

500+ এক কথায় প্রকাশ PDF Download

5.পৃথিবীতে জীবের উৎপত্তি হয় আনুমানিক কত কোটি বছর আগে -

  • ২৫০ কোটি বছর আগে
  • ৫০ কোটি বছর আগে
  • ৩৫০ কোটি বছর আগে
  • ৫৫০ কোটি বছর আগে


6.পৃথিবীর শক্তি সংগ্রহের মূল উৎস কোনটি -

  • সূর্য
  • বুধ
  • মঙ্গল
  • চন্দ্র


7.সূর্য থেকে বিকিরিত কত ভাগ শক্তি পৃথিবী তে এসে পৌঁছায় -

  • ২০০ কোটি ভাগের ১ ভাগ
  • ২ কোটি ভাগের ১ ভাগ
  • ২০০০ কোটি ভাগের ১ ভাগ
  • ২০ কোটি ভাগের ১ ভাগ


8.ওজনস্তর ক্ষিনকারী পদার্থগুলির নিয়ন্ত্রণের জন্য স্বাক্ষরিত প্রোটোকল হলো -

  • বসুন্ধরা ১৯৯২
  • স্টকহোম ১৯৭২
  • মন্ট্রিল ১৯৮৭
  • কোনোটিই নয়


9.'শঙ্খধবল' শব্দের সমাস করলে কি হয় -

  • শঙ্খ ধবলের ন্যায়
  • শঙ্ক রূপ ধবল
  • শঙ্খের ন্যায় ধবল
  • শঙ্খ সদৃশ ধবল


10.'আলুসেদ্ধ' সমাস করলে কি হবে -

  • আলুর সিদ্ধ
  • আলু যে সিদ্ধ
  • সিদ্ধ যে আলু
  • কোনোটিই নয়

800+ বিপরীত শব্দ PDF Download

11.'রক্ত' শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখ -

  • রঞ্জিত
  • রঙিন
  • খুন
  • ত্যাগ


12.'পঙ্কজ' (―) কোন জাতীয় শব্দ -

  • যোগরূঢ়
  • রূঢ়
  • যৌগিক
  • কোনোটিই নয়


13.Decay (synonym):-

  • waste
  • breed
  • grow
  • Flourish


14.Dismal (synonym):-

  • joyous
  • jocund
  • cheerless
  • cheerful


15.Confident (antonyms):-

  • infident
  • unfident
  • imfident
  • diffident

100+ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ PDF Download

16.Primitive (antonym):-

  • ancient
  • modern
  • age old
  • post-modern


17.x সংখ্যাটি y অপেক্ষা 10 বেশি । x সংখ্যাটি y অপেক্ষা শতকরা কত বেশি ?

  • 1000/y %
  • 10/y %
  • 100/y %
  • y/100 %


18.কোন সংখ্যা থেকে সেটির 5% বিয়োগ করলে বিয়োগফল 133 হয় ?

  • 130
  • 140
  • 120
  • 110


19. 81–এর বর্গমূল কত ?

  • 9
  • √3
  • 3
  • √9


20. 0.84 – কে ভগ্নাংশে লেখ -

  • 14/25
  • 7/25
  • 21/25
  • 42/25

সঠিক উত্তর - 1-A,2-B,3-C,4-D,5-C,6-A,7-C,8-C,9-C,10-C,11-A,12-A,13-A,14-C,15-D,16-B,17-A,18-B,19-C,20-C


No comments:

Post a Comment