Breaking

Sunday 30 December 2018

Download Primary TET Practice Set - WB প্রাইমারী টেট পরীক্ষার প্রস্তুতি

West Bengal Primary TET 2019 Practice Set Download || প্রাইমারি টেট প্রশ্ন ও উত্তর || প্রাইমারি টেট পরীক্ষার নমুনা প্রশ্ন || Practice Set-14 :

WB প্রাইমারী টেট পরীক্ষার প্রস্তুতি || Practice SET-14 -Download Primary TET Practice Set
WB প্রাইমারী টেট পরীক্ষার প্রস্তুতি || Practice SET-14 -Download Primary TET Practice Set 

Hello Friends,
                   কেমন আছেন ?নিশ্চয়ই খুব ভালো।আপনারা খুব ভালো করেই জানেন যে,প্রাইমারি টেট পরীক্ষায় প্রতিযোগিতা কত বেশি,আর এই প্রতিযোগিতার মার্কেটে আপনি যাতে সফল হতে পারেন,তার জন্য আপনাদের সাথে শেয়ার করব প্রাইমারি টেট স্পেশাল প্র্যাকটিস সেট/West Bengal Primary TET 2019 Practice Set PDF Download Link.


1.শিশুদের সর্বাঙ্গীন বিকাশলাভের আদর্শস্থল কোনটি ?
A-বাসস্থান
B-গ্রামের পরিবেশ
C-বিদ্যালয়ের পরিবেশ
D-খেলাধুলার স্থল

2.শিশুরা বিভিন্ন কারণে বড়দের নানান প্রশ্ন করতে থাকে । নিম্নলিখিত কোনটি তাদের বাইরে ?
A-অনুসন্ধিৎসা
B-অন্তর্মুখীতা
C-সৃজনশীলতা
D-কৌতূহল

3.নিম্নলিখিত কোন গুন বা বৈশিষ্ট্যটি শিশুদের প্রকৃতিপ্রদত্ত নয় ?
A-অন্যদের সাথে মারপিট করা
B-কৌতূহল
C-সৃজনশীলতার আগ্রহ
D-অন্যের সঙ্গে লাভ

4.পিগেট― এর মত অনুসারে শিশুদের 'Pre-operational'স্তর কোন বয়সের মধ্যবর্তী সময়কে গণ্য করে ?
A-জন্মকাল থেকে ২ বছর
B-২ বছর ― ৭ বছর
C-৭ বছর ― ১১ বছর
D-১১ বছরের বেশি

5.বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমান কত ?
A-২১%
B-৭৮%
C-২৬%
D-৩২%

6.'লিথোস্ফিয়ার' মনে কি ?
A-বিভিন্ন গ্যাসের স্তর
B-নুরিপাথরের স্তর
C-বালির বিভিন্ন স্তর
D-জলের বিভিন্ন স্তর

7.মিনামাটা ব্যাধির কারণ কি ?
A-পারদঘটিত যৌগের বিষক্রিয়া
B-সিসাঘটিত যৌগের বিষক্রিয়া
C-আর্সেনিক ঘটিত যৌগের বিষক্রিয়া
D-কোনোটিই নয়

8.প্রথম কয়লার উদ্ভব হয়েছিলো কত কোটি বছর আগে ?
A-৩২.৫ কোটি বছর আগে
B-২০.৫ কোটি বছর আগে
C-৩৪.৫ কোটি বছর আগে
D-৪৪.৫ কোটি বছর আগে

9.'সমুদ্রে বুনো ফুলের গন্ধ' উপন্যাসটির রচয়িতা কে ?
A-শীর্ষেন্দু মুখোপাধ্যায়
B-তারাশঙ্কর বন্দোপাধ্যায়
C-অতিন বন্দ্যোপাধ্যায়
D-সমরেশ মজুমদার

10.সমুদ্র উপকূলের জলাময় ভুমিকে এক কথায় প্রকাশ করলে কি হয় ?
A-খাঁড়ি
B-মোহনা
C-কচ্ছ
D-উপহৃদ

11.'সুনন্দ' কোন লেখকের ছদ্মনাম ?
A-নারায়ণ বন্দ্যোপাধ্যায়
B-নারায়ম গঙ্গোপাধায়
C-রমাপদ চৌধুরী
D-দেবেশ রায়

12.'মানবজমিন' উপন্যাসের রচয়িতা কে ?
A-সমরেশ মজুমদার
B-শীর্ষেন্দু মুখোপাধ্যায়
C-শীর্ষেন্দু গঙ্গোপাধ্যায়
D-নিরদচন্দ্র চৌধুরী

13.I am thankful ______your co-operation.
A-to
B-for
C-at
D-in

14.I am thankful_______my seniors .
A-to
B-for
C-at
D-in

15.I was surprised _______his sudden change.
A-to
B-by
C-at
D-for

16.At such times you have to trust_______your instincts.
A-on
B-upon
C-for
D-to

17.একজন লোকের বেতন প্রথমে 20% কমিয়ে পরে আবার 20%বাড়ানো হলো । এতে লোকটির ক্ষতি হলো ―
A-2%
B-3%
C-4%
D-5%

18.100 টাকায় একটি ঘড়ি বিক্রি করলে 10%ক্ষতি হয়, 8% লাভ করতে হলে ঘড়িটির  বিক্রয়মূল্য  হবে (টাকায়)―
A-110
B-120
C-130
D-140

19.12% হারে 1200 টাকা 12 বছরে সুদে-আসলে হবে―
A-1728
B-2928
C-1828
D-3028

20.কোনো আসল 8 বছরে সরল সুদে দ্বিগুণ হয় কত বছরে তা তিনগুন হবে ?
A-12
B-15
C-16
D-20

উত্তর তালিকা-  1-C,2-B,3-A,4-B,5-B,6-B,7-A,8-C,9-C,10-C,11-B,12-B,13-B,14-A,15-C,16-D,17-C,18-B,19-B,20-C

যদি আপনারা উপরের প্রশ্নগুলি PDF আকার পেতে চান,তাহলে নিচের দেওয়া ডাউনলোড বাটামে ক্লিক করুন  -

PDF File Details -
File Name- Primary Tet Practice Set 14
Format- PDF
Size-0.6 MB
Click Here To Download 


No comments:

Post a Comment