Breaking

Saturday 15 December 2018

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল প্রশ্ন ও উত্তর | WB PSC FOOD Sub Inspector Exam Special Questions PDF Download in Bengali

 ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল প্রশ্ন ও উত্তর | WB PSC FOOD Sub Inspector Exam Special Questions PDF Download in Bengali | SET-7:-


 ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল প্রশ্ন ও উত্তর
 ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা স্পেশাল প্রশ্ন ও উত্তর

Hello Friends,
                  আপনি যেহেতু WBpsc ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেবেন,তাহলে খুব ভালো করেই জানেন যে,এই পরীক্ষাতে প্রতিযোগিতা অনেক বেশি।আর এই প্রতিযোগিতার বাজারে আপনি যাতে সফল হতে পারেন,তার জন্য আজ আমরা শেয়ার করছি WBPSC FOOD EXAM স্পেশাল গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন ও উত্তরের PDF ফাইল


কিছু নমুনা প্রশ্ন দেওয়া হলো-


১. টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা কে - নারায়ণ গঙ্গোপাধ্যায়

২. ব্রাজিলের প্রধান কৃষিজ ফসল - কফি

৩. নিশীথ সূর্যের দেশ-কাকে বলে - নরওয়েকে

৪. নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয় - ২n

৫. কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয় - ভিটামিন A ও D

৬. কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার - সামুদ্রিক কচ্ছপ

৭. লুনার কস্টিক আসলে কি - সিল্ভার নাইট্রেট


No comments:

Post a Comment