Breaking

Thursday 27 December 2018

Environmental Studies/পরিবেশ বিদ্যা Online Mock Test in Bengali || পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর

Environmental Studies/পরিবেশ বিদ্যা Online Mock Test in Bengali for Competitive Exams,Like Primary Tet/Ctet/D.El.Ed etc. || পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর :

Environmental Studies/পরিবেশ বিদ্যা Online Mock Test in Bengali || পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর
Environmental Studies/পরিবেশ বিদ্যা Online Mock Test in Bengali


Hello Friends,
                       সবাই কেমন আছেন?আজ আপনাদের জন্য থাকলো, পরিবেশ বিজ্ঞান বিষয় থেকে একটি 20 নং এর Online Mocktest(আজকের প্রশ্ন খুবই সোজা),যেটা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে।

ENVIRONMENT SCIENCE - OnlinMoctest-72


  1. সিলিকোসিস রোগের কারণ হল -

  2. সিলিকা
    ডিডিটি
    ফলিডল
    কোনটিই নয়

  3. হাইড্রোজেন সালফার গ্যাসের গন্ধ হল -

  4. পচা ডিমের মতো
    পচা মাংসের মতো
    পচা মাছের মতো
    এদের সবগুলির মতো

  5. মুদালিয়র কমিশনের রিপোর্ট পেশ হয় -

  6. ১৯৮৬ খ্রি.
    ১৯৬৪ খ্রি.
    ১৯৫২ খ্রি.
    ২০০৫ খ্রি.


  7. পরিবেশের স্থূল উপাদান হল -

  8. জীব ও জড়
    শুধু জীব
    উদ্ভিদ
    সবগুলিই


  9. শরীরের জ্বালানি হল -

  10. জল
    খাদ্য
    শরীরচর্চা
    কোনটিই নয়


  11. ভিটামিন 'B' -এর অভাবে হয় -

  12. রাতকানা
    স্কার্ভি
    বেরিবেরি
    কোনটিই নয়

  13. ভিটামিন 'A' - এর উত্স -

  14. পালং শাক
    লাল আটা
    কমলালেবু
    কোনটিই নয়


  15. কীটপতঙ্গ দ্বারা যে রোগ ছড়ায়,সেটি হল -

  16. কলেরা
    ম্যালেরিয়া
    খোঁস-পাঁচড়া
    হাম


  17. একটি প্রাচীন মানব সভ্যতার নাম হল -

  18. সিন্ধু সভ্যতা
    আমেরিকার সভ্যতা
    ইনকা সভ্যতা
    ইংরেজ সভ্যতা

  19. মানুষের ভূমিকেন্দ্রিক একটি কাজ হল -

  20. ছবি আঁকা
    মাছ ধরা
    কৃষিকাজ করা
    ফসল কাটা





মক টেস্টটি দেওয়া হয়ে গেলে সঠিক উত্তর গুলি দেখে নিন -  1-A,2-A,3-C,4-D,5-B,6-C,7-A,8-A,9-A,10-C

No comments:

Post a Comment