Breaking

Sunday 23 December 2018

প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 13 || West Bengal Primary TET 2019 Practice Set Download -Sikshanmandir

West Bengal Primary TET 2019 Practice Set Download || প্রাইমারি টেট প্রশ্ন ও উত্তর || প্রাইমারি টেট পরীক্ষার নমুনা প্রশ্ন || Practice Set-13 :

প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 13 || West Bengal Primary TET 2019 Practice Set Download -Sikshanmandir
প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 13 || West Bengal Primary TET 2019 Practice Set Download 


Hello Friends,
                   কেমন আছেন ?নিশ্চয়ই খুব ভালো।আপনারা খুব ভালো করেই জানেন যে,প্রাইমারি টেট পরীক্ষায় প্রতিযোগিতা কত বেশি,আর এই প্রতিযোগিতার মার্কেটে আপনি যাতে সফল হতে পারেন,তার জন্য আপনাদের সাথে শেয়ার করব প্রাইমারি টেট স্পেশাল প্র্যাকটিস সেট/West Bengal Primary TET 2019 Practice Set PDF Download Link.

প্রাইমারি টেট প্রস্তুতি – প্র্যাকটিস সেট - ১৩

1.একজন শিক্ষক ক্লাসে ছাত্রদের প্রশ্ন করেন -
A-ছাত্রদের ব্যস্ত রাখার জন্য
B-শৃঙ্খলা বজায় রাখার জন্য
C-ছাত্রদের দৃষ্টি আকর্ষণের জন্য
D-ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য

2.তুমি শিক্ষকতার চাকরি পছন্দ করো, কারণ -
A-এতে দায়িত্ব কম
B-তুমি এ চাকরিতে উৎসাহী
C-কাজটা খুব সহজ
D-এতে প্রচুর ছুটি পাওয়া যায়

3.আদর্শবাদী প্রকৃত শিক্ষক হলেন তিনি -
A-যিনি সমগ্র পাঠ্যক্রম পড়ান
B-যিনি শিক্ষাদানে ছাত্রদের সাহায্য করেন
C-যিনি ছাত্রদের বন্ধু, দার্শনিক ও ফ্রেন্ড
D-যিনি শৃঙ্খলা বজায় রাখেন

4.শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত -
A-ছাত্রদের মধ্যে বৃত্তিশিক্ষায় দক্ষতা বৃদ্ধি করা
B-ছাত্রদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা
C-ছাত্রদের পরীক্ষার জন্য প্রস্তুত করা
D-ব্যবহারিক জীবনের জন্য ছাত্রদের প্রস্তুত করা

5.এল নিনো শব্দটি কোন ভাষা থেকে এসেছে -
A-রাশিয়া
B-তামিল
C-স্প্যানিশ
D-উর্দু

6.জীবদেহের বংশগত বৈশিষ্টগুলোকে এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে বহন করে নিয়ে যাওয়াকে কি বলে -
A-RNA
B-DNA
C-RAN
D-NAD

7.মার্সেলি স্কেলটি কী মাপার স্কেল ?
A-নদীর স্রোতের
B-সমুদ্র স্রোতের
C-ভূমিকম্পের
D-ঝড়ের তীব্রতা

8.বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহারের উপর যে নিয়ন্ত্রণ প্রয়োগ করা হয়, তাকে কি বলে -
A-জৈব নিয়ন্ত্রণ
B-পরিবেশ নিয়ন্ত্রণ
C-সংক্রামক ব্যধির নিয়ন্ত্রণ
D-কোনোটিই নয়

9.'সইতে হল ।'–বাক্যটির বাচ্য নির্ণয় কর :
A-কর্তৃবাচ্য
B-কর্মবাচ্য
C-ভাববাচ্য
D-কোনোটিই নয়

10.'নদী' শব্দের প্রতিশব্দ নিম্নলিখিত কোন শব্দটি ?
A-প্রবাহমান
B-সরিৎ
C-উপসাগর
D-প্রবাহমান জলাশয়

11.'করমের যুগ এসেছে' কবিতাটি কোন কবির লেখা ?
A-রবীন্দ্রনাথ ঠাকুর
B-প্রেমেন্দ্র মিত্র
C-বিমল চন্দ্র ঘোষ
D-মুকুন্দ দাস

12.বিদ্যাসাগর বিরচিত 'সভ্য ও অসভ্য' রচনাটি কোন মূল রচনার অংশ ?
A-কথামালা
B-আখযানমঞ্জরী
C-ভ্রান্তিবিলাস
D-চরিতাবলি

13.One who kills another of his class -
A-suicide
B-homicide
C-Infanticide
D-None of this

14.A person who hates his country -
A-traitor
B-patriot
C-country–hater
D-freedom fighter

15.______you like cricket ?
A-are
B-were
C-can
D-do

16.We eat_________ .
A-to live
B-for live
C-in live
D-of live

17. x অপেক্ষা y, 15% বেশি হলে x =y × ______, শূন্যস্থানে সঠিক সংখ্যাটি বসাও ।
A-17/19
B-20/23
C-23/20
D-21/25

18.যদি A-এর 2/3 = B-এর 75% হয়, তবে A:B = কত ?
A-8 : 9
B-9 : 8
C-7 : 8
D-8 : 7

19.4টি দ্রব্যের ক্রয়মূল্য 3টি দ্রব্য বিক্রি করলে শতকরা লাভ হবে -
A-25%
B-35%
C-100/3%
D-39.5%

20.এক ব্যক্তি 264 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় 12 % ক্ষতি হলো । দ্রব্যটির ক্রয়মূল্য হবে -
A-320 টাকা
B-350 টাকা
C-300 টাকা
D-325 টাকা

উত্তর তালিকা-  1-C,2-B,3-D,4-D,5-C,6-B,7-C,8-A,9-C,10-B,11-D,12-B,13-B,14-A,15-D,16-A,17-B,18-B,19-C,20-C

PDF File Details -
File Name- Primary Tet Practice Set 13
Format- PDF
Size-0.6 MB
Click Here To Download 

No comments:

Post a Comment