Breaking

Tuesday 18 December 2018

850+ General Science Questions and Answers PDF Download in Bengali - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Bangla General Science PDF

850+ General Science Questions and Answers  PDF Download in Bengali - সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর  |  Bangla General Science PDF :

General Science Questions and Answers  PDF Download in Bengali

General Science Questions and Answers  PDF Download in Bengali


Hello বন্ধুরা,
               কেমন আছেন আপনারা সকলে?নিশ্চয়ই খুব ভালো। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সাধারণ বিজ্ঞান থেকে ৮৫০+ গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন-উত্তরের একটি PDF/General Science PDF Download Link,যা আপনাকে বিভিন্ন #Competitive Exams; যেমন- RAIL,CGL,Food SI,WBCS,FOOD,FIRE OPERATOR ইত্যাদি সবরকম পরীক্ষার ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করবে।

কিছু নমুনা প্রশ্ন -


১. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন প্রস্তুত করা হয় ?
উত্তর - ছাল 

২. বিশ্বের সবথেকে কঠিনতম বস্তু কি ?
উত্তর -হীরক 

৩. মানবদেহের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি ?
উত্তর - পিটুইটারি গ্রন্থী

৪. বিশ্বে প্রথম আবিষ্কৃত ভাইরাসের নাম কি ?
উত্তর - টোবাকো মোজাইক ভাইরাস 

৫. ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ?
উত্তর - ইথিলিন 

৬. সবচেয়ে হালকা ধাতুর নাম কি ?
উত্তর - লিথিয়াম

৭. সূর্যালোক পৃথিবীতে পৌছাতে কত সময় নেই ?
উত্তর - আট মিনিট 

৮. বংশগতির জনকের নাম কি ?
উত্তর - জোহার গ্রেগার মেন্ডেল 

৯. বায়োলজি শব্দের প্রবর্তক কে ?
উত্তর - ল্যামার্ক

১০. যে গাছে দুরকম পাতা হয়,তাকে কি বলে ?
উত্তর - দ্বিরূপপত্র

১১. কোন কোন বর্ণকে মৌলিক বর্ণ বলা হয় ?
উত্তর - লাল.নীল ও হলুদ

১২. যে বছর গ্যালিলিও মারা যান,সেই বছর আরেকজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর জন্ম হয়,তিনি কে ?
উত্তর - স্যার আইজ্যাক নিউটন

১২. গোবর গ্যাসে কোন গ্যাস থাকে ?
উত্তর - মিথেন

১৩. কালো সিসা আসলে কি ?
উত্তর - গ্রাফাইট

১৪. মানবদেহে ইউরিয়া কোথায় উত্পন্ন হয় ?
উত্তর - কিডনিতে

১৫. বিদ্যুতের পরিমাপের এককের নাম কি ?
উত্তর - কুলম্ব

১৬. ওয়েবারের তত্ব কিসের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর - চুম্বক

১৭. ইন্টারনেটের জনক কাকে বলা হয় ?
উত্তর - রবার্ট টেলারকে

১৮. কিডনি প্রতিদিন কত লিটার রক্ত পরিষ্কার করে ?
উত্তর - ২০০

১৯. কোন প্রাণীর শ্রবণ শক্তি নেই ?
উত্তর - সাপের

২০. লোহিত রক্ত কনিকা ফেটে যাওয়া কে কি বলে ?
উত্তর - হিমোলাইসিস

FILE DETAILS :-
File Name - 850+ General Science
Type- PDF
Size- 28 mb
Click Here To Download


No comments:

Post a Comment