Breaking

Sunday 25 November 2018

WB psc Food Sub Inspector Online Mock Test in Bengali || ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা

WB psc Food Sub Inspector Online Mock Test in Bengali || ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা :


WB psc Food Sub Inspector Online Mock Test in Bengali
WB psc Food Sub Inspector Online Mock Test in Bengali 

Hello Friends,
                       সবাই কেমন আছেন?আজ থাকলো,ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষা/PSC Food Sub Inspector exam স্পেশাল ২০ নং এর একটি অনলাইন মকটেস্ট/Online Mocktest,যা আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে ভীষনভাবে সাহায্য করবে।

Food SI Exam SpecialOnline Mocktest-62


  1. ভারতীয় সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে সুপ্রিম কোর্ট অভিলেখ আদালত হিসাবে কাজ করে ?

  2. ১২৭ নং
    ১২৪ নং
    ১২৬ নং
    ১২৯ নং


  3. ১৪ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে কোন ব্যক্তি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন ?

  4. এন্টোনিও কোস্টা
    মৈত্রীপালা সিরিসেনা
    এঞ্জেলা মর্কেল
    ম্যানুয়েল ভলস


  5. টেলিফোনের প্রেরক যন্ত্রের কাছে কথা বলার সময় নিচের কোনটি ঘটে ?

  6. শব্দশক্তি থেকে যান্ত্রিক শক্তি
    তরিতশক্তি থেকে শব্দশক্তি
    যান্ত্রিক শক্তি থেকে তরিত শক্তি
    শব্দ শক্তি থেকে তরিতশক্তি


  7. বিখ্যাত আরাকু কফি কোন রাজ্যে উত্পাদিত হয় ?

  8. উত্তর প্রদেশ
    কর্নাটক
    তামিলনাড়ু
    অন্ধ্রপ্রদেশ


  9. ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারী ভারতের কোন রাজ্য "Udyam Aakansha" প্রকল্প চালু করল ?

  10. মধ্যপ্রদেশ
    ছত্রিশগড়
    রাজস্থান
    পাঞ্জাব


  11. ভারতে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর্থিক উন্নয়নের হার কত শতাংশ ধার্য করা হয়েছিল ?

  12. ৩.৫ শতাংশ
    ৪ শতাংশ
    ৪.৫ শতাংশ
    ৫ শতাংশ


  13. জাতীয় কৃষি ও গ্রামীন উন্নয়ন ব্যাঙ্ক কত সালে গঠিত হয় ?

  14. ১৯৮১ সাল,জুলাই
    ১৯৮২ সাল,জুলাই
    ১৯৮১ সাল,এপ্রিল
    ১৯৮২ সাল,এপ্রিল


  15. ইন্ডিয়ান মিলেটারি একাডেমি কোথায় অবস্থিত ?

  16. দেরাদুন
    পুনে
    নতুন দিল্লি
    চেন্নাই


  17. বিশ্বের উচ্চতম জৈন স্ট্যাচু কোথায় অবস্থিত ?

  18. গুজরাট
    মহারাষ্ট্র
    কর্নাটক
    উত্তরপ্রদেশ


  19. কোন দল ২০১৬ ইরানি কাপ ক্রিকেট টাইটেল জিতেছে ?

  20. দিল্লি
    রেলওয়েজ
    অবশিষ্ট ভারত
    মুম্বাই





মকটেস্টটি দেওয়া হয়ে গেলে সঠিক উত্তর গুলি দেখে নিন -

1-d,2-a,3-d,4-d,5-b,6-d,7-b,8-a,9-2,10-c

1 comment:

  1. এই মক টেস্ট টির রেজাল্ট দেখলে ওখানে দেখতে পাবেন যে,পূর্ণমান ১৮,কিন্তু ওটা ২০ নং এর .html-এর সমস্যার জন্য ঐরকম হয়ে গেছে,তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী-SikshanMandir

    ReplyDelete