Breaking

Wednesday 14 November 2018

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর || Environment Science MCQ Questions Answers for Wb primary tet/ctet

পরিবেশ বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর || Environment Science MCQ Questions Answers :-

পরিবেশ বিজ্ঞান mcq প্রশ্নোত্তর

১.কোন নেতা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত -

সুন্দরলাল বহুগুণা
মেধা পাটেকর
চন্দ্রশেখর
আন্না হাজারে

২.বায়ুদূষণের ফলে কি রোগ উদ্ভুত হয় -

হেপাটাইটিস
ব্রঙ্কাইটিস 
টিউবারক্যুলোসিস
জন্ডিস

৩.পরিবেশের ধারণ ক্ষমতা কার দ্বারা প্রভাবিত হয় -

প্রজাপতির বৃদ্ধির দ্বারা
জনগোষ্ঠীর বৃদ্ধির দ্বারা
সমবায়ের বৃদ্ধি দ্বারা
উদ্ভিদের সংখ্যার দ্বারা

৪.1986 সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল কোথায় -

চের্নোবিল 
লন্ডন
ভূপাল
হিরোশিমা

৫.মানবাধিকার সম্পর্কিত বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় -

ভিয়েতনামা
অস্ট্রিয়া
আয়ারল্যান্ড
ব্রাজিল

৬.বর্তমানে ওজোন আবরণের ক্ষতির কারণ কি -

হাইড্রোজেন আয়ন
ক্লোরোফ্লুরো কার্বন
সালফারের অক্সাইড
নাইট্রাস অক্সাইড

৭.পাথরের ক্যানসার বা পাথরের কুষ্ঠের কারণ কি -

অতিবেগুনি রশ্মি
অম্লবৃষ্টি
গ্রিনহাউস গ্যাসের প্রভাব
শিলাবৃষ্টি

৮.গোবর গ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে -

৪০ ভাগ
৬৫ ভাগ
৭০ ভাগ
৬০ ভাগ

৯.কোন সার তৈরি করতে কেঁচোর সাহায্য লাগে -

বায়োফার্টিলাইজার
ভারমিকস পোস্ট
অরগ্যানিক ম্যানিওর
কমপোস্ট

১০.উড়ন্ত ছাইয়ের প্রধান উৎস -

তাপবিদ্যুৎ কেন্দ্র
জলবিদ্যুৎ কেন্দ্র
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
ইটভাটা


No comments:

Post a Comment