Breaking

Wednesday 28 November 2018

Math Online Mock Test In Bengali For All Competitive Exam Like WBCS/Primary Tet/Railway Group D/PSC Food SI || চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতি || Sikshan Mandir

Math Online Mock Test In Bengali For All Competitive Exam Like WBCS/Primary Tet/Railway Group D/PSC Food SI :

Hello Friends,
                       সবাই কেমন আছেন?আজ আপনাদের জন্য থাকলো,অঙ্ক - বিষয় থেকে একটি 20 নং এর Online Mocktest,যেটা আপনাকে Primary Tet, Ctet, Rail,wbcs,Bank,Food ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভীষণভাবে সাহায্য করবে।


Mathematics - Online Mocktest-64


  1. পরপর আটটি সংখ্যার 4র্থ ও 5ম সংখ্যার যোগফল 51 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল হবে -

  2. 49
    50
    51
    52


  3. 3,5 ও 6 দ্বারা গঠিত তিন অঙ্কের সংখ্যাগুলির যোগফল

  4. 3228
    3282
    3108
    3018


  5. বার্ষিক 8% সুদে কোনো টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 4 টাকা হলে,আসল কত ?

  6. 625 টাকা
    1200 টাকা
    1400 টাকা
    এর কোনোটিই নয়


  7. যদি কোনো আসল জটিল সুদে 4 বছরে সুদে-আসলে 16 গুন হয়,তবে বার্ষিক সুদের হার কত ?

  8. 100%
    150%
    50%
    75%


  9. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 গুন বৃদ্ধি করা হলে,ক্ষেত্রফল কতগুণ হবে ?

  10. 15 গুন
    16 গুন
    17 গুন
    18 গুন


  11. একটি বিষম ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 25 সেমি,17 সেমি এবং 12 সেমি হলে, ক্ষেত্রফল কত ?

  12. 90 বর্গ কিমি
    80 বর্গ কিমি
    85 বর্গ কিমি
    75 বর্গ কিমি


  13. কোনো টাকার 2 বছরের জটিল সুদ 50.50 টাকা এবং সরল সুদ 50 টাকা হলে,সুদের হার কত ?

  14. 4%
    2%
    2.5%
    4.5%


  15. একটি কাজ A সম্পূর্ণ করে 6 দিনে,B করে 8 দিনে,C করে 12 দিনে,A এবং B একত্রে 2দিন কাজ করার পর C একা কত

  16. 5 দিনে
    6 দিনে
    8 দিনে
    4 দিনে


  17. চার অঙ্কের সংখ্যা গুলির মধ্যে 34 দ্বারা বিভাজ্য সেগুলির মধ্যে গরিষ্ঠ সংখ্যা -

  18. 9992
    9996
    9898
    9990


  19. 5 টি সন্তানের বয়সের গড় 7 বছর,তা 6 বছর বৃদ্ধি পায় যখন পিতার বয়স যুক্ত করা হয়|পিতার বয়স নির্ণয় কর

  20. 45 বছর
    55 বছর
    43 বছর
    52 বছর





মকটেস্টটি দেওয়া হয়ে গেলে সঠিক উত্তর গুলি দেখে নিন -

1-c,2-c,3-a,4-a,5-b,6-a,7-b,8-a,9-b,10-c

No comments:

Post a Comment