Breaking

Friday 28 September 2018

Physics/physical science pdf file in bengali | ভৌত বিজ্ঞান PDF | ভৌত বিজ্ঞান থেকে 80 টি প্রশ্ন ও উত্তর


Hello Friends,

 আজ আপনাদের জন্য থাকলো ভৌত বিজ্ঞান/পদার্থ বিজ্ঞান/Physical Science/Physics থেকে 80 টি প্রশ্নোত্তরের PDF.[Part-3],যা আপনাদের বিভিন্ন COMPETITIVE EXAM এ ভীষণভাবে সাহায্য করবে।


 আর আজকের PDF ফাইলটি ডাউনলোড করার আগে কিছু নমুনা দেখে নিন👇




1. 1 ভোল্ট কাকে বলে ?
​→ কোনো পরিবাহীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে এক কুলম্ব তড়িৎ পাঠাতে যদি এক জুল কার্য করতে হয়, তবে ওই পরিবাহীর বিভব-প্রভেদকে 1 ভোল্ট বলে।

2. ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
​→ ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।

3. সুইচ কী ?
​→ যে ব্যবস্থার সাহায্যে সংহত বর্তনীতে প্রয়োজন মত তড়িৎপ্রবাহ চালু বা বন্ধ করা যায়, তাকে সুইচ বলে।
​4. চুম্বকের বৈশিষ্ট্য কী কী ?
​→ চুম্বকের বৈশিষ্ট্য দুটি হল : [i] আকর্ষণী ধর্ম এবং [ii] দিকদর্শী ধর্ম।

​5. SI পদ্ধতিতে তড়িৎবিভব -এর একক কী ?
​→ SI পদ্ধতিতে তড়িৎবিভব -এর একক হল ভোল্ট

​6. কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা মাপা হয় ?
​→ অ্যামমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহমাত্রা মাপা হয়।
​7. হাইড্রোজেন বোমা কোন পদ্ধতিতে তৈরি হয় ?
​→ নিউক্লিয় সংযোজন পদ্ধতিতে হাইড্রোজেন বোমা তৈরি হয়।

​8. তেজস্ক্রিয়ার এস. আই. একক কী ?
​→ তেজস্ক্রিয়ার এস. আই. একক হল বেকারেল।

​9. ডায়োডে কয়টি তড়িৎদ্বার থাকে ?
​→ ডায়োডে দুটি তড়িৎদ্বার থাকে।

​10. তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে ?
​→ তেজস্ক্রিয়তার আবিষ্কারক হলেন ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল ।

উপরের প্রশ্নোত্তর গুলিসহ সম্পূর্ণ  PDF ফাইলটি নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন 👇

PDF File Details-
File Name- Physics questions answers 
Type- pdf
Size- 0.7 mb
Click Here To Dawnload The PDF File

●এই ধরণের তথ্য পাওয়ার জন্য প্রতিদিন আমাদের সাইটে ভিজিট করুন●

1 comment:

  1. স্যার পর্ব 2 এর ফিজিক্যাল সাইন্স এর পিডিএফ সেন্ড করো আমার এই আইডিতে

    ReplyDelete