Breaking

Monday 3 September 2018

ভারতীয় অর্থনীতি (25টি প্রশ্ন) pdf || Indian economy PDF in Bengali || General Knowledge[Indian Economy] For All Competitive Exam

Hello Friends,

                     কে ম ন  আ ছে ন  আ প না রা  স ক লে ? নিশ্চয়ই খুব ভালো।
পরীক্ষার জন্য প্রস্তুতি কি রকম নিচ্ছেন?নিশ্চয়ই খুব ভালো।তো চলুন আপনাদের প্রস্তুতিকে একটু সমৃদ্ধশালী করে তুলি।
           আজ আপনাদের সাথে শেয়ার করবো ভারতীয় অর্থনীতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের[25টি] একটি PDF File,যেটা আপনাদের বিভিন্ন COMPETITIVE EXAM[ Primary Tet|Staff Selection|Railway Group D|Wbcs|Bank Exam ]-এ ভীষণভাবে সাহায্য করবে।কারণ এই ধরণের প্রশ্ন প্রায় সকল ধরনের পরীক্ষায় এসে থাকে।আর আশা করছি এই পিডিএফ ফাইলটি আপনাকে খুব সাহায্য করবে।আপনারা এই পেজের নীচে file টির Dawnload Link পেয়ে যাবেন।

তবে তা ডাউনলোড করার আগে PDF file টির মধ্যে কি রকম প্রশ্ন থাকছে দেখে নিন-

1. Banker of the Banks? 
উত্তর:-রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

2. ICICI ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- জুন 1994 ভদোদরা।

3. কোন ভারতীয় অর্থনীতিতে নোবেল পান?
উত্তর:-অমর্ত্য সেন (1998)।

4. EXIM (Export Import Bank) কবে প্রতিষ্ঠিত হয়? 
উত্তর:-1982।

5. ভারতে কে প্রথম আয়কর ব্যবস্থা চালু করেন? উত্তর:-জেমস উইলসন 1860সালে,ইনিই প্রথম সংসদে বাজেট পেশ করেন।

6. ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক? 
উত্তর:-স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

7. ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক? 
উত্তর:-ICICI BANK OF INDIA.

8. Per Capita income এ কোন রাজ্য প্রথম? 
উত্তর:-গোয়া।

9. Hot Money কি বোঝাতে ব্যাবহার হয়? 
উত্তর:-money which comes easily goes easily.

10. ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন (NSSO) এর হেডকোয়ার্টার কোথায়? 
উত্তর:-কলকাতা 1950।

11. FATHER OF Economics? 
উত্তর:-Adam smith.

12. WTO এর হেডকোয়ার্টার? 
উত্তর:-জেনেভা।

13. RBI এর প্রতীকে কোন প্রাণীর স্কেচ ব্যাবহার করা হয়েছে? 
উত্তর:-বাঘ যা পূর্বে সিংহের স্কেচ ছিলো।

14. আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? 
উত্তর:-রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

15. সাম্প্রতিক কালে ডলারের অঙ্কে ভারতীয় টাকার মূল্যবৃদ্ধির ফলে কোন শিল্প সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? 
উত্তর:-আই টি।

16. মুদ্রাস্ফীতি কি কারণে হয়? 
উত্তর:-ভোগ্যপণ্যের মূল্য বেশি হলে/অর্থের সরবরাহ বৃদ্ধি ও উৎপাদন হ্রাস।

17. ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে আর্থিক মূল্যের পরিমানে বৃহত্তম অবদান আসে? 
উত্তর:- রত্ন ও অলংকারাদি থেকে।

18. ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপা হয়েছিল তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? 
উত্তর:-সারনাথ।

19. ভারতে আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল? 
উত্তর:-1991 সালে।

20. Debit Credit এই word গুলি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?
উত্তর:-ল্যাটিন।

21. 'Planned Economy for India' বইয়ের লেখক? 
উত্তর:-M Vishveshwaraiya.

22. কোন ব্যাঙ্ক কৃষকদের long term লোন দেয়? 
উত্তর:-ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক -চেন্নাই 1929.

23. Indian Economy কি রকমের? 
উত্তর:-Mixed Economy.

24. ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? 
উত্তর:-জওহরলাল নেহেরু।

25. 'এক টাকা'র নোটে কার স্বাক্ষর থাকে?  
উত্তর:-ভারতের অর্থসচিব।

 উপরের প্রশ্নোত্তরগুলি পিডিএফ আকারে পেতে নিচের দেওয়া ডাউনলোড বাটামে ক্লিক করুন –

PDF File Details-
File Name- Indian Economy(GK)
Format- PDF
Size-0.1 MB
Click Here To Download The PDF File
অনলাইন মকটেস্ট দিতে Click Here

● এই ধরণের তথ্য পেতে প্রতিদিন আমাদের সাইটে ভিজিট করুন ●



No comments:

Post a Comment