Breaking

Saturday 22 September 2018

প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি || 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || Primary Tet Special Questions Answers PDF In Bengali

Hello Friends,
                   কেমন আছেন ?নিশ্চয়ই খুব ভালো। আপনি  নিশ্চয়ই একজন প্রাইমারি টেট পরীক্ষার্থী ?যদি আপনি প্রাইমারি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্যই. আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রাইমারী টেট পরীক্ষা স্পেশাল ১০০ টি প্রশ্নের একটি পিডিএফ ফাইল ,যা আপনাকে পরীক্ষার প্রস্তুতির জন্য ভীষণ ভাবে সাহায্য করবে.


 পিডিএফ ফাইলটি ডাউনলোডের আগে কিছু  নমুনা প্রশ্ন দেখে নিন -👇

১) অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত বিপরীত

২) ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট এই ইটকে বাংলা ভাষায় বলে বর্ণ

৩) ষড়ঋতু এর সন্ধি বিচ্ছেদ ষট্ + ঋতু

৪) ইচ্ছা শব্দের বিশেষণ – ঐচ্ছিক

৫) নিশীথ রাতে বাজছে বাঁশী। নিশীথ বিশেষণ

৬) যা বলা হয়নি অনুক্ত


৭) অক্ষির সমীপে সমক্ষ

৮) তদ্ভব শব্দ চাঁদ

৯) অপলাপ শব্দের অর্থ অস্বীকার

১০) প্রত্যয়গতভাবে শুদ্ধ উৎকর্ষ, উৎকৃষ্ট, উৎকৃষ্টতা,

১১) পুণ্যে মতি হোক। পুণ্যে বিশেষ্য রুপে ব্যবহৃত

১২) সমাস ভাষাকে সংক্ষেপ করে

১৩) নিরানব্বইয়ের ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি

১৪) একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান

১৫) বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়

১৬) কষ্টে অতিক্রম করা যায় না যা -দুরতিক্রম্য

১৭) উৎকর্ষতা যে কারনে অশুদ্ধ প্রত্যয়জনিত কারনে 

১৮) কোনটি ঠিক বহিপীর ( নাটক)

১৯) ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেন- সুনীতিকুমার চট্টোপাধ্যায়

২০) ক্রিয়াপদ সব সময়ে বাক্যে থাকবে

সম্পূর্ণ পিডিএফ ফাইলটি  নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন –


PDF File Details-
File Name- Primary Tet Prepration
Format- PDF
Size-0.6 MB
Click Here To Download The PDF File

–এই ধরণের গুরুত্বপূর্ণ Study Materials পাওয়ার জন্য প্রতিদিন আমাদের সাইটে ভিজিট করেন–

No comments:

Post a Comment