Breaking

Monday 17 September 2018

ইতিহাস pdf | ইতিহাস থেকে 100 টি প্রশ্ন উত্তর [S.A.Q. Type] | History PDF File In Bengali For All Competitive Exam Like Wbcs/Rail/Ssc Exam | ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | ইতিহাস প্রশ্ন ও উত্তর

          ■ আজ আপনাদের জন্য থাকলো 
ইতিহাস থেকে 100 টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। যেটা আপনাকে বিভিন্ন
 COMPETITIVE EXAM  [Rail, ssc, bank, wbcs, police]-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।আপনারা এই পেজের নিচের দিকে এই প্রশ্নোত্তর গুলির PDF DAWNLOAD LINK পেয়ে যাবেন,যেটা আপনি ডাউনলোড করে নিলে,পরবর্তীকালে সেটা অফলাইনেও পড়তে পারবেন।

ডাউনলোড করার আগে পিডিএফ ফাইলের কিছু নমুনা দেখে নিন👇

1..প্রশ্ন:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন ।

2..প্রশ্ন:- সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি কার দ্বারা নির্বাচিত হন ?
উত্তর:- সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন ।

3..প্রশ্ন:- বর্গী নামে কারা পরিচিতি ছিল?
উত্তর:-মারাঠারা।

4..প্রশ্ন:- উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
উত্তর:-লর্ড মাউন্ট ব্যাটেন।

5..প্রশ্ন:- দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালু হয়?
উত্তর:-১৭৬৭ সালে।


6..প্রশ্ন:- পাঁচশালা বন্দোবস্তের কে প্রবর্তণ করেন?
উত্তর:-ওয়ারেন হেস্টিংস।

7..প্রশ্ন:- ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ?

উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে ভারতীয় সংসদের উচ্চকক্ষে সভাপতিত্ব করেন ।

8..প্রশ্ন:- রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসক কে ?
উত্তর:- রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসক হলমুখ্যমন্ত্রী ।

9..প্রশ্ন:- জওহরলাল নেহরুর মৃত্যু কবে হয় ?
উত্তর:- ১৯৬৪ খ্রিস্টাব্দের মে মাসে জওহরলাল নেহরুর মৃত্যু হয় ।

10..প্রশ্ন:- ভারতের সবথেকে প্রাচীন মেহেরগড় সভ্যতার বিষয়ে প্রথম আলোকপাত করেন কে ?
উত্তর:-ফরাসি পুরাতাত্বিক জা ফ্রাসোয়া জারিজ ।

সম্পূর্ণ পিডিএফ ফাইলটি নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন -
File Details- 
File Name -History Questions-Answers 
Type -pdf
Size - 0.7 MB
 Drive - Google
Dawnload Link-
Click Here To Download The PDF File

No comments:

Post a Comment