Breaking

Tuesday 14 August 2018

ইতিহাস pdf || History PDF File In Bengali For Railway Group D Exam And All Competitive Exam || ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর



👇Study Materials Link👇

         
 ■ আজ আপনাদের জন্য থাকলো ইতিহাস  থেকে 20 টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর। যেটা আপনাকে বিভিন্ন COMPETITIVE EXAM [Rail,Tet,ssc,bank,wbcs,police]-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

                  আপনারা এই পেজের নিচের দিকে এই প্রশ্নোত্তর গুলির PDF DAWNLOAD LINK পেয়ে যাবেন,যেটা আপনি ডাউনলোড করে নিলে,পরবর্তীকালে সেটা অফলাইনেও পড়তে পারবেন।

তাই চলুন সময় নষ্ট না করে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক-👇

আপনি জানতেন কি?
প্রতি 0.5 সেকেন্ডে পৃথিবীতে প্রায় 97 টি মুরগি হত্যা করা হয়।


HISTORY - PDF File Dawnload 👇

1. ঋকবেদের কোন অংশে 'বর্ণাশ্রমের' কথা বলা হয়?
 পুরুষ্কসুক্ত অংশে।

2. আর্যরা কোন দেবতার পূজা করত?
প্রাকৃতিক শক্তি।

3. আধুনিক পাঞ্জাবের রাভি নদীর পূর্ব নাম কি ছিল?
পারুঞ্জি।

4. 'সভা' ও 'সমিতি'-এ দুটি পরিষদ কোন যুগের সঙ্গে সম্পর্কিত?
বৈদিক।

5. 'পর্জনা' বৈদিক যুগের কোন দেবতা?
বায়ু।

6. বৈদিক যুগের বৃষ্টির দেবতা কে?
বরুণ।

7. বৈদিক যুগে 'পানি' কাদের বলা হত?
এক শ্রেণীর ব্যবসায়ীকে।

8. বৈদিক যুগের স্বর্ণমুদ্রার নাম কি?
নিস্ক।

9. 'মনা' কি?
বৈদিক যুগে ব্যবহৃত মুদ্রা।

10. বৈদিক যুগে ধনী বণিকদের কি বলা হত?
শ্ৰেষ্ঠী ।

11. উপনিষদ বেদের
শেষ ভাগ।

12. এ পর্যন্ত কটি উপনিষদ পাওয়া গেছে?
প্রায় 100 টি।

13. জৈন ধর্মে "সৎ বিশ্বাস,সৎ আচরণ,সৎ জ্ঞান"― এই তিনটিকে একত্রে বলা হয়?
ত্রিরত্ন।

14. জৈনদের দুটি সম্প্রদায় হল ?
দিগম্বর ও শ্বেতাম্বর।

15.গৌতম বুদ্ধ প্রায় কত সালে জন্মগ্রহণ করেন?
566 খ্রি. পূ.।

16. গৌতমের পিতার নাম কি ছিল?
শুদ্ধোদন।

17. বুদ্ধ সর্বপ্রথম তাঁর ধর্মমত প্রচার করেন কোথায়?
সারনাথ।

18. গৌতম বুদ্ধ প্রায় কত সালে দেহত্যাগ করেন?
486 খ্রি. পূ.।

19. গৌতম বুদ্ধ ও মহাবীর কোন বংশজাত ছিলেন?
ক্ষত্রিয়।

20.মহাবীরের আগে কতজন তীর্থঙ্কর ছিলেন?
23 জন।

☝️ ওপরের প্রশ্নোত্তরগুলি PDF আকারে পেতে নিচের দেওয়া Link-এ Click করুন[History PDF File] ―👇
File Details- 
File Name - ইতিহাস
Type -pdf
Size - 0.2 MB
 Drive - Google

● এই ধরণের পোস্ট পাওয়ার জন্য আমাদের সাইটে প্রতিদিন ভিজিট করুন ●

No comments:

Post a Comment